“নুসরাত পুরো ঘরময় পায়চারী করছে। তাতে কাজ হচ্ছে না দেখে বেলকনিময় হাটা শুরু করলো। বিশাল বেলকনি। পুরনো বাড়ি,তবে অতি যত্নে আজো ঝকঝকে।. নুশরাতের দুশ্চিন্তার কারন একটি চিঠি। যার উপর ঠিকানবিহীন শুধু একটি নাম ” অভিমানী রাজকন্যা “. আর চিঠির মধ্য শুধু শুকনো কিছু বিভিন্ন রঙের গোলাপের পাপড়ি।”অভিমানী রাজকণ্যা” নুশরাতের ফেসবুক ...
আরও দেখুন »Tag Archives: ভালোবাসার গল্প
গোধূলির ভালোবাসা ১ম পর্ব
আপু শুনলাম আপনি বিয়ের আগেই গর্ভবতী হয়েগেছেন। কথাটা কি সত্য?”, কথাটা শোনার সাথে সাথে মায়ের হাতটা চেপে ধরলাম। জানি এখন আমাকে অনেক কথায় শুনতে হবে। কারণ আমি যে বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছি। কিন্তু আসল ঘটনা মানুষ জানার চেষ্টা করবেনা এটাও জানি। মায়ের হাত ধরে দ্রুত পায়ে হাটতে লাগলাম। মাও ...
আরও দেখুন »নিস্তব্ধ ঋতুতে পর্ব ১
লাল বেনারসি আর বিয়ের গহনা পরে ঘরের এক কোনে গুটিশুটি মেরে বসে আছে রাহি।বসে আছে বললে ভুল হবে।কান্না করছে সে।নিশ্চুপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে রাহি। কান্না করার ফলে চোখের কাজল একদম লেপ্টে গিয়েছে।হাঁটুতে মুখ গুঁজে কান্না করছে রাহি আর থেকে থেকে সামনে তাকাচ্ছে।সামনে তাকালেই কান্নার বেগ আরো বেড়ে যাচ্ছে।কারন সামনে ...
আরও দেখুন »অনুভবে পর্ব ১
একপা দুইপা করে ব্রিজের প্রান্তের দিকে যাচ্ছে মিহি। এখান থেকে লাফ দেবে তবে একা না, সঙ্গে লাফ দেবে ওর গর্ভের সন্তানও। ধীরে ধীরে শেষ প্রান্তে এসে গেছে মিহি। গর্ভের বাচ্চাটার সাথে শেষ বারের মত কথা বলে নিচ্ছে।নিজের পেটে হাত দিয়ে মিহি বলে,,- আমাকে মাফ করে দিস সোনা। তোকে কোন পরিচয়ে ...
আরও দেখুন »খুনি কে ? পর্ব ১
ব্রেকিং নিউজ নগরীর সদর ব্রিজের নিচে দুটি যুবতীর লাশ পাওয়া গেছে।যদি এই দুজনের লাশের দিকে ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন এদেরকে খুবই ভয়ংকর ভাবে খুন করা হয়েছে।পুরো শরীরে কাটা ঢুকানো হয়েছে।এবং শরীরের বিভিন্ন অংশ জ্বালানো হয়েছে।তবে চেহারা একদম স্পষ্ট। দুইজন যুবতীর মধ্যে একজন হলো বিশিষ্ট ব্যবসায়ী হারুন রহমানের একমাত্র মেয়ে ...
আরও দেখুন »শেষ পরিণতি পর্ব ১
আমার স্ত্রী রেহেনা, দুইদিন আগে আমাকে আর আমার ৬ বছরের মেয়েকে ফেলে আমাদেরই পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে।গ্রামে এই নিয়ে বিচার বসবে আগামী পরসু। দীর্ঘ ৫ বছরের প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি। কিন্তু মনের ভিতর এক সমুদ্র হাহাকার। ,আমি সাইফুল ইসলাম সাইফ। আজ থেকে ৫ ...
আরও দেখুন »ছেঁড়া সুতো পর্ব ১
-ইফতি! তোর হবু বউকে দেখলাম একটা ছেলের সাথে রিকশায় চড়ে যাচ্ছে। তাও আবার তার ঘাড়ে মাথা দিয়ে, সে আবার তোর হবু বউয়ের কোমরে হাত পেচিয়ে রেখেছে।,রনির কথা শুনে মুডটা নষ্ট হয়ে গেল। কিন্তু এই পাব্লিক প্লেসে সিন ক্রিয়েট করতে চাইনা তাই চেপে যাওয়ার চেষ্টা করছি।,-দেখ রনি। তোর সাথে আমার ঝামেলা ...
আরও দেখুন »প্রাক্তন ভালোবাসার গল্প
তিন বছর দুই মাস পর হঠাৎ প্রাক্তনের ফোন কল। আমি কনফারেন্স টা হোল্ড করে বাইরে এসে ফোন রিসিভ করি।মনের ভেতর চাপা একটা রাগ আর একগাদা অভিমান ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে।— কেনো ফোন দিছেন?— কেমন আছো?— প্রচন্ড ভালো থাকা বুঝেন? আমি প্রচন্ড ভালো আছি।— ওহ। তো…— তো কি? তাড়াতাড়ি বলেন, ...
আরও দেখুন »নিয়তির খেলা পর্ব ১
আজকে চার মাসের এক অন্তঃসত্ত্বাকে বিয়ে করলাম যদিও সে সন্তানের পিতা আমি না।কিন্তু নিয়তির এই খেলায় বিয়েটা আমাকে করতেই হল।বিয়ের আগে যখন মেয়েটার সাথে আমার কথা হয়েছিল তখন প্রথমেই মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল,,,, আমি অন্তঃসত্ত্বা এটা জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে কেন রাজী হলেন ? – টাকার জন্য রাজী ...
আরও দেখুন »আগলে রাখার ক্ষমতা টা রাখতে হয় !!
অফিসের জন্য রেডি হবো আলমারি খুলে দেখি অফিসের শার্ট টা জায়গায় নেই। এ নিশ্চয় নেহার কাজ। মেয়েটা প্রায় প্রায় শার্ট বের করে লুকিয়ে রাখে। অফিসের জন্য অনেক টা লেট হয়ে গেছে। নেহাকে একটু আগে খাইয়ে আসলাম কই ওর হাতে তো দেখলাম না। তারমানে গত কালকেই এটা লুকিয়ে রাখা হয়েছে। .– ...
আরও দেখুন »আমি মাইশার মাথায় হাত বুলিয়ে দিলাম
গল্পটি লিখতে গিয়ে চোখের পানি টপটপ করে পড়ছিলো। আশা করি ভালো লাগবে আপনাদের গল্পটি।আমার এক পুরোনো বন্ধু, নাম রাসেল। ১৩ বছর আগে আমি বিদেশ চলে যাই। মানে ওর বিয়ের পরের দিনই। তারপর আর যোগাযোগ রাখা হয়নি। দেশে আসার পর একদিন ওর সাথে দেখা। দেখালাম সাথে একটি বাচ্চা। – কেমন আছিস, ...
আরও দেখুন »নীল রক্ত পর্ব ১
২টা মেয়ের লাশ কে উলঙ্গ করে টুকরো টুকরো করা হয়েছে কিন্ত পুলিশ মিলাতে পারছে না কার কোন টুকরো,লাশের পাশে একটি সাদা কাপড় পাওয়া যায়,আর তা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।একদিন পর ফরেনসিক রিপোর্ট আসলো, মানুষ খুন হলো দুজন কিন্ত সেই কাপড়ে আরো ৫জন মানুষের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে,এই নিয়ে পুরো শহর ...
আরও দেখুন »