লেখকদের জন্যে
১) লেখা অবশ্যই বাংলায় হতে হবে, তবে প্রয়োজনীয় বিদেশি শব্দ ব্যবহার করা যাবে।
২) আপনার নিজের লেখা হতে হবে। নকল প্রমানিত হলে সাথে সাথে তা মুছে ফেলা হবে এবং লেখককে বহিষ্কার করা হতে পারে। একই সাথে Socialblogworld.com থেকে কোনও লেখা অন্য ব্লগ/সাইটে নকল করে প্রকাশ করা যাবে না, প্রয়োজন হলে অবশ্যই কর্তৃপক্ষ বা লেখকের অনুমতি নিতে হবে।
৩) পূর্বে অন্য কোথাও প্রকাশিত হয়ে থাকলে সূত্র সহ উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে বিষয়ের গুরুত্ব বিবেচনা করে প্রকাশের উপযুক্ত কিনা তা নিধারন করা হবে।
৪) কার্যকর ইমেইল ঠিকানা (valid Email address) ব্যবহার করতে হবে। প্রদত্ত ইমেইল ঠিকানায় প্রয়োজনবোধে যোগাযোগ করা হতে পারে।
৫) লেখার দায়ভার পুরোপুরি লেখকের উপর বর্তাবে। Socialblogworld.com কোনভাবেই দায়ী থাকবে না।
৬) দেশ বিরোধী কিংবা কোনও নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে কটাক্ষ করে লেখা বা মন্তব্য করা যাবেনা। সেক্ষেত্রে সেই লেখা বা মন্তব্য মুছে ফেলা হবে।
৭) কোনও ধর্মকে হেয় করা হয় এমন লেখা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এরুপ করলে লেখককে বহিস্কার করা হবে।
৮) মতভেদ আছে এমন বিষয়ের ক্ষেত্রে কোনও উক্তি বা মতের উপযুক্ত সুত্র উল্লেখ করতে হবে।
৯) Socialblogworld.com কর্তৃপক্ষ কোনও কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো লেখা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
১০) লেখায় ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনও যোগাযোগের তথ্য আদানপ্রদান করা যাবে না।
মন্তব্যকারীদের জন্যে
১) মন্তব্য করার ক্ষেত্রে সংযত ভাষা ব্যবহার করতে হবে।
২) কাউকে হেনস্থা করার উদ্দেশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
৩) মন্তব্যে অপ্রয়োজনীয় লিংক ব্যবহার করা যাবে না।
৪) আক্রমণাত্মক ভাষা পরিহার করতে হবে।
৫) মন্তব্যে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনও যোগাযোগের তথ্য আদানপ্রদান করা যাবে না।
যে কোনও প্রয়োজনে আমাদের হেড এডমিন এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ।
ফেসবুক লিংক – https://www.facebook.com/YousufRanaDhali