নতুন বউ কবরী Horror Story পর্ব ১

রাত আট টা,সবে মাত্র গাড়ী থেকে নেমে বরের বাড়ীর উঠোনে পা রেখেছি।আর চারিদিক থেকে ভয়ংকর চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে।হা হা হা,হা হা হা করে কে বা কারা যেন ভয়ংকর ভাবে হাসতে থাকে।আমি ভয়ে আমার দুই হাত দিয়ে কান ধরে চিৎকার দেই।তারপর কি হয় আমার আর কিছু মনে নেই।
আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে ফুলে সাজানো একটা ঘরে দেখতে পাই।আমি ফুলে সাজানো একটা খাটে শুয়ে আছি।

যেখানে নতুন বউকে বরণ করে সবাই মিষ্টি মুখ করাবে সেখানে নতুন বউকে নিয়ে সবাই চিন্তায় মগ্ন।
আমার আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে,কেউ কেউ বসে আছে।

আমার চোখ খুলা মাত্র আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললেন,
_কি হয়েছে বউমা?ওই ভাবে চিৎকার দিলে কেন?
আর চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেলে।
কোন সমস্যা?
_মা আপনারা শুনতে পাননি?
_কি শুনবো?
_আমি যখনই উঠানে পা রাখি ঠিক তখন কি ভয়ংকর চিৎকারের আওয়াজ চারিদিক থেকে ভেসে আসছিলো।

_কই নাতো,আমি তো কিছুই শুনিনি।
_কি রে তোরা শুনেছিস?
_না আমরাও তো শুনিনি।
_তবে কি আমি ভুল শুনলাম?
_হতে পারে মানসিক চিন্তা থেকেই এমন হয়েছে।বাবা মাকে না জানিয়ে বউ হয়ে এসেছো যে আমার ঘরে।
তাই হয়তো ডিপ্রেশন থেকে এমন টা হয়েছে।
_কি জানি, হতেও পারে।

আমি আর মিরান দুজন দুজনকে খুব ভালবাসি।একই সাথে পড়াশোনা করি আমরা।
দুজনই মাস্টার্সে পড়ি।
ইন্টার থেকেই এক সাথে পথ চলা।

মা বাবাকে অনেক বুঝিয়েছি আমি মিরানকে ভালবাসি।কিন্তু তারা মিরান কে পছন্দ করেন না।
তাদের দরকার প্রতিষ্ঠিত ছেলে।যার টাকা পয়সা,গাড়ী বাড়ী অনেক কিছু আছে এমন ছেলেকেই চান তারা মেয়ের জামাই হিসেবে।

তাই এমন এক পাত্রের সাথে আমার বিয়েও ঠিক করছিলেন।
আর সেই জন্য আমি মিরানকে পালিয়ে বিয়ে করে নিয়ে সোজা ওদের বাসায় চলে আসি।

বিয়ে করার সময় বাবা মাকে ফোনে জানিয়ে দেই সব।

আর বিয়ে করে এ বাসায় আসতে না আসতেই চিৎকারের শব্দ শুনে জ্ঞান হারিয়ে ফেলি।
হয়তো আমার মনের ভুলই এটা।নয়তো আমি একাই কেন শুনবো এ আওয়াজ?

মিরানরা দুই ভাই এক বোন।
মিরানের বোন বড়,তার বিয়ে হয়ে গেছে।তারপর মিরান আর ওর ছোট আরেক ভাই অনার্সে পড়ে।
ওদের বাবা ছোট বেলায়ই স্ট্রোক করে মারা যান।ওদের মা ওদের অনেক কষ্টে আদর যত্ন করে বড় করে তুলেন।

মিরানের মা মিরানের বন্ধুর মত।যে কোন কথা ও ওর মায়ের সাথে শেয়ার করে।

আমাদের বিয়ের আগের দিন ও ওর মায়ের কাছ থেকেই টাকা নিয়ে গিয়ে বিয়েতে খরচ করে।
ওর মায়ের খুবই পছন্দ আমাকে।

ওর মা চেয়েছিলেনও আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে।কিন্তু আম্মু আব্বু না করেছেন।
বলেছেন বাসায় আসলে অপমান করে তাড়িয়ে দিবে।
তাই আমি মিরানকে বলেছি মা কে নিয়ে যেন না আসে মিরান।

মনির ওর ভাইয়াকে সব সময় সাপোর্ট দিয়েছে।
আমাদের বিয়ের সাক্ষী ছিলো আমার দেবর।

এ বাসার সবাই সুন্দর ভাবে আমাদের রিলেশন এক্সেপ্ট করলেও আমার বাসার দরজা আমার জন্য চিরদিনের মত বন্ধ ঘোষণা করা হয়েছে।

_আচ্ছা আমরা যাই সবাই তাহলে এখন।তুমি একটু রেস্ট করো।
আমি মিরানকে দিয়ে তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি।

_না মা।খাবার পাঠাতে হবেনা।আমি খাবোনা।
_রাতে কিছু না খেয়ে শুতে নেই মা।
অল্প একটু খেয়ে নিও,আমি মিরানের সাথে পাঠিয়ে দিচ্ছি খাবার।
_তাহলে শুধু এক গ্লাস দুধ পাঠিয়ে দিন মা।আমি আর কিছু খাবোনা।
_আচ্ছা ঠিক আছে।

আমি বসে আছি,সবাই চলে গেছে।
মিরান ওর মায়ের সাথে দুধ আনতে গেছে।

আমি বসে বসে ভাবছি,সত্যিই কি আমি তখন ভুল শুনেছিলাম?

ভাবতে ভাবতেই মিরান চলে আসে,

_এই নাও দুধ।

মিরান আমাকে দুধের গ্লাস টা হাতে দেয়।
আমি হাতে নিতেই দেখি সাদা দুধ গুলো এক মুহূর্তে তাজা রক্ত হয়ে গেলো।

আর আমি চিৎকার দিয়ে গ্লাস টা ফ্লোরে ছুড়ে ফেলে দিয়ে বললাম,
রক্ত রক্ত রক্ত।

………………………………………………………

আপনার লেখা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন  আমাদের এডমিনগণ আপনার লেখা যাচাই বাঁচাই করে আমাদের ব্লগে মূল পাতাই আপনার লেখাটি প্রকাশ করবেন ।

হেড এডমিন এর fb.com/YousufRanaDhali