আজ আমদের ভারসিটির নবীনবরণ অনুষ্ঠান। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে। এবার অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব আমাকে আর নিশিকে দেওয়া হয়েছে। আমি তো বেশ খুশিই হয়েছি। নিশিকে আমি ফার্স্ট ইয়ার থেকেই ভালবাসি। যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিনই ওর প্রেমে পরে গিয়েছিলাম। মেয়েটা অসম্ভব টাইপ এর সুন্দরী ছিল। এরপর থেকে যেদিনই ওকে দেখতাম মনে হত আবার নতুন করে ওর প্রেমে পরি। একসময় বুঝতে পেরেছি যে আমি ওকে ভালবাসি। কিন্তু ওকে কখনো বলার সাহস পাইনি।কারণ একদিক দিয়ে মেয়েটা যেমন অনন্য সুন্দরী তেমনি অন্যদিক দিয়ে ভয়ানক রাগী আর জেদি। এইপরযন্ত চারটা ছেলে ওকে প্রপোজ করেছে আর চারটার গালেই পাচ আংগুলের ছাপ পড়েছে। এরপর থেকে সব ছেলেই ওকে যমের মত ভয় পায়। আর একারণেই আমি এখনো ওকে আমার ভালবাসার কথা বলতে পারিনি। মঞ্চের এক কোনায় বসে এসব কথাই ভাবছিলাম। হঠাৎ কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি আদি আমাকে ডাকছে। আদি আমার বেস্টফ্রেন্ড। আমি যে নিশিকে ভালবাসি এটা ও জানে। যাইহোক, ওর কাছে গেলাম…. -কিরে শালা,কখন থেকে তোকে ডাকছি। কি এত ভাবছিলি? -আরেনা,কিছুনা। তো ডাকছিলি কেন? -দোস্ত,আজকেই কিন্তু সুযোগ। এর চেয়ে ভাল সুযোগ আর পাবিনা। -কিসের কথা বলছিস তুই? -আরে শালা,আমি নিশির কথা বলছি।আজকে ওকে তোর মনের কথা বলে দে। বলে দে ওকে যে তুই ওকে ভালবাসিস। এইরে!শালা তো আর এটা জানেনা যে নিশিকে আমি কতটা ভয় পাই। কিন্তু শালাকে এটা বলা যাবেনা। বললে আমারে সারাজীবন ধরে পচাবে। তাই এড়িয়ে যেতে বললাম….. -দোস্ত,আজকে না।অন্যকোন দিন।আজকে মুড নাই। কিন্তু শালা নাছোড়বান্দা…. -না,তোরে আজকেই বলতে হবে…. -দেখ,দোস্ত।আজকে পারব না…যা কালকে শিওর বলব। -না,তুই আজকে বলবি কি না বল? হ্যা নাকি না? -না… -যাহ শালা,তোরে দিয়া কোনোদিন এই কাজ হবেনা।শালা ভিতুর ডিম। -কি বললি তুই,আমি ভিতুর ডিম? -ভিতুর ডিম নয় তো কি? শালা দুইবছর ধরে একটা মেয়ের পিছনে ঘুরিস আর একদিনও ওকে ভালবাসি বলতে পারলি না… -দেখ আর যাই বলিস ভিতুর ডিম বলবি না। -আচ্ছা বলবনা।তাইলে নিশিরে প্রপোজ করে দেখা। -ঠিক আছে, কিন্তু প্রপোজ করলে কি দিবি? -যাহ,তুই প্রপোজ করতে পারলে কালকে আমার বাসায় পার্টি। -ওকে ডান। -হুম ডান। -আচ্ছা তুই ওইখানে গিয়ে দাড়া। বলেই ওখান থেকে চলে আসলাম। তখনি নিশির রাগী চেহারার কথা মনে পড়ল। এইরে,আমি এটা কি করলাম। শালা,রাগের ঠেলায় কি বললাম আমি! এখন উপায়। এখন যদি আমি আদিকে গিয়ে এটা বলি তাহলে সারাজীবন এর জন্য আমার মানসম্মান আর আস্ত থাকবে না। এদিকে আবার নিশির হাতে চর খাইলে আমি নিজের কাছেই ছোট হয়ে থাকব। এখন কি যে করি! ইয়াহু, পেয়েছি উপায়। তাড়াতাড়ি করে একটা গোলাপ ফুল যোগাড় করে নিশির কাছে গেলাম। নিশি আজ নীল রঙের একটা শারি পরে এসেছে। একদম পরীর মত লাগছে। আমি আবারো ওর প্রেমে পরে গেলাম।একদ্রিষ্টিতে ওর দিকে তাকিয়েই আছি। চোখ ফেরাতে ইচ্ছা করছেনা… -আরে রাজ,কিছু বলবে? (পুরাই থতমত খেয়ে গেলাম) -না মানে হ্যা.. -কি বলবে বল… -না মানে আমাকে একটু হেল্প করবে,প্লিজ? -আচ্ছা বল….. কি হেল্প করব? -একটু অভিনয় করতে হবে। -অভিনয়??? -হুম… বলে ওকে সম্পুৃর্ন ব্যাপারটা বুঝিয়ে বললাম। তারপর ওকে সাথে নিয়ে ওই জায়গায় গেলাম। আদি দূরে দাঁড়িয়ে সব দেখছে। এরপর আমি হাটু গেড়ে বসে ফুলটা নিশির দিকে বাড়িয়ে ধরে বললাম… -তুমি কি হবে আমার মনের রাজ্যের একমাত্র রাণী? তুমি কি হবে গভীর রাতে আমার জোৎস্নাবিলাসের সাথি? তুমি কি হবে আমার বাবুর আম্মু? আমার বলতে দেরি হল কিন্তু ওর ফুল নিতে দেরি হল না।আমার হাত থেকে প্রায় ফুল্টা ছিনিয়েই নিল। কিন্তু এমন তো কথা ছিলনা।কথা হয়েছিল যে আমি প্রপোজ করার পর ও কিছু না বলে চলে যাবে। কিছুই বুঝলাম না। আমি কিছু বলতে যাব তখনি নিশি বলল… -গাধা কোথাকার।এতদিন লাগে এই কথাটা বলতে? -মানে? -আরে গাধা,এখনো বুঝোনাই। অভিনয়টা সত্য ছিল। -কি বলছ এইসব…..তার মানে তুমিও আমাকে….. -হ্যা,আমিও তোমাকে ভালবাসি। -কিন্তু কিভাবে? -দুইবছর আগে যেদিন প্রথম ভারসিটিতে আসি…সেদিনই প্রথম দেখি তোমাকে…..হা করে আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিলে । তখনি তোমার সেই অবাক চাহনির প্রেমে পড়েছিলাম। তারপর আমি যে তোমাকে ভালবাসি তা বোঝানোর জন্য কত কিছু করেছি।একমাত্র তোমার জন্য ওই ছেলেগুলোকে চড় মেরেছি। কিন্তু তুমি যে এত ভিতু… তা আগে জানতাম না। -না মানে,তুমি যদি আমাকেও চড় মারতে….তাই ভয়ে আর বলতে পারিনাই।কিন্তু তুমি তো বলতে পারতে। তুমি কেন বললে না? -মেয়েরা কি কখনো আগে বলে। তুমি তো তাও বলতে না….যদি আজকের নাটকটা না করতাম। -মানে,এইসব তুমি করিয়েছ? -হ্যা,আমার আর আদির প্ল্যান ছিল এটা। -শালা আদি,বজ্জাতের কাদি।তুই আমার বেস্টফ্রেন্ড হয়ে আমারেই ধোকা দিলি। -তোমার আরো ওকে ধন্যবাদ দেওয়া উচিৎ। -হুম। -আচ্ছা চল।অনুষ্ঠান শুরু হয়ে যাবে। -চল। আমি আর নিশি একসাথে হাত ধরে হাটছি। অসম্ভব ভাল লাগছে।আমি চাইনা ওর হাতটা ছাড়তে । সারাজীবন এভাবেই ওর হাতটা ধরে রাখব। কখনো ছাড়ব না। আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..