দ্যা লিজেন্ড সনাৎ তেরান জয়াসুরিয়া

সনাৎ জয়াসুরিয়ার ব্যাপারে বলার আগে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই! আর সেটি হলো, বিশ্ব ক্রিকেটে লংকানরা কি আসলেই গ্রেট?? সত্যি কথা বলতে আমার কাছে এমন টাই মনে হয় যে এরা আসলেই গ্রেট! তাঁদের খেলা, নিয়ম-নীতি, আচার ব্যবহার এবং ব্যক্তিত্ব সবকিছুই বলতে গেলে অসাধারণ! যে দলের হয়ে খেলেছেন সাঙ্গাকারা, মাহেলা, মুরালীধরন, ডি সিলভা, রানাতুঙ্গা, দিলশান আর চামিন্দা ভাসের মতোন লিজেন্ডরা!

★তো চলুন আজ জেনে নেওয়া যাক শ্রীলঙ্কান লিজেন্ড সনাৎ জয়াসুরিয়ার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে!

★১৯৬৯ সালের ৩০ শে জুন শ্রীলঙ্কার প্রেমাদাসা শহরে জন্মগ্রহণ করেন লিজেন্ড সনাৎ জয়াসুরিয়া। তাঁর যুগে তিনি ছিলেন ক্রিকেটের সবচেয়ে স্বনামধন্য একজন অলরাউন্ডার! যার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত! ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে”তে তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এর ২ বছর পর ১৯৯১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে তাঁর টেস্ট অভিষিক্ত হয়!

★আধুনিক ওয়ানডে ক্রিকেটে তিনিই সর্বপ্রথম দ্রুত রান তোলার নজির দেখান। তিনি যখন ব্যাটিং করতেন তখন এক কোথায় বোলারদের নাস্তানাবুদ করে ছাড়তেন। আর তাঁর বোলিংয়ের ধরন স্লো লেফট আর্ম অর্থোডক্স! ক্রিকেটে একজন জেন্যুইন অলরাউন্তার প্যাকেজ বলতে যা বোঝায়, তিনি একদম সেরকম ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন।

★১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৪ বলে ৮২ রানের মাধ্যমে তিনি রাতা-রাতি বিখ্যাত বনে যান। একই বছর সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১৩৪ এবং মাত্র ১৭ বলে ৫০ রান করেন লংকান ক্রিকেটের এই জীবন্ত লিজেন্ড! ২০০৭ সালে তিনি বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে ওডিআই ক্রিকেটে পূর্ণ করেন ৩০০ আন্তর্জাতিক উইকেটের অনন্য এক মাইলফলক। বিশ্বের সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কান এই সাবেক অধিনায়ক ওডিআইতে খেলেন ৪০০ আন্তর্জাতিক ম্যাচ। ওডিআই ক্রিকেটে তিনি রান করেছেন ১৩০০০ হাজারেরও বেশি! সনাৎ জয়াসুরিয়া হচ্ছেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার যার ১৩০০০ হাজার এর উপর রান এবং ৩০০ শতাধিক উইকেট আছে। সনাৎ জয়াসুরিয়া টেস্ট ক্রিকেট থেকে ২০০৭ সালের ডিসেম্বরে এবং সীমিত ওভারের ক্রিকেট থেকে ২০১১ সালের জুনে অবসরে চলে যান! আর হ্যাঁ আরেকটি লজ্জ্বার রেকর্ডও রয়েছে তাঁর! আর সেটি হচ্ছে, ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটাও তাঁর (৩৪) বার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি (৫৪) বার ডাক মেরেছেন। এ যেন ক্রিকেটের আরেক ডাক বাবা😂

ওডিআই ক্রিকেটে তাঁর করা ১৩৪৩০ রানের মধ্যে শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ৭৬২০ রান!

★তিনি তাঁর ক্যারিয়ারে ১১০ টি টেস্ট ম্যাচ খেলে ৪০.০৭ গড়ে করেছেন ৬৯৭৩ রান! এর মধ্যে শতক হাঁকিয়েছেন ১৪ টা! টেস্ট ক্রিকেটে তাঁর ইনিংস সর্বোচ্চ রান হচ্ছে ৩৪০ রান!
★আর বোলিংয়ে হাত ঘুরিয়ে শিকার করেছেন ৯৮ টি উইকেট!
★টেস্ট ক্রিকেটে তাঁর বেস্ট বোলিং ফিগার হচ্ছে ৩৪ রানে ৫ উইকেট!

★সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ৩২.৩৬ গড়ে করেছেন ১৩৪৩০ রান!
★এর মধ্যে শতক হাঁকিয়েছেন ২৮ টি!
★ওডিআই”তে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান হচ্ছে ১৮৯ রান!
★আর বোলিংয়ে হাত ঘুরিয়ে উইকেট শিকার করেছেন ৩২৩ উইকেট!
★তার ওডিআই ক্যারিয়ারে বেস্ট বোলিং ফিগার হচ্ছে ২৯ রানে ৬ উইকেট!

★এর পাশাপাশি ৩১ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি রান করেছেন ৬২৯ রান! এবং বল হাতে নিয়েছেন ১৯ উইকেট!

★ব্যাটিং, বোলিং মিলিয়ে খুব অসামান্য এক অলরাউন্ডার ছিলেন সনাৎ জয়াসুরিয়া। তাঁর ব্যাটিং আর বোলিং তান্ডবে অনেকেই তাঁর সামনে দারাতেই পারতো না বলতে গেলে। তিনি তাঁর অলরাউন্ডিং পার্ফর্মেন্সের কারণে সারাজীবন তাঁর ভক্ত-কূলের কাছে অমর হয়ে থাকবেন।