(১)🧟♂💀
………… নতুন বাসায় আজ তৃতীয় দিন। রাতেবেলা দুর্গা তার মার কাছে শুয়ে শুয়ে এই বাসার আগের মালিকের মেয়ের গল্প শুনে,,
মা বলল, ” মেয়েটি নাচতে ভালবাসত কিন্তু তার সৎ মা তা সহ্য করতে পারতেন না। একদিন রাত এ সে ছাদে লুকিয়ে নাচতে গেল। তার সৎ মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল।
তারপর থেকে এই বাসায় ওই মেয়ের লাশ পাওয়া যাইনি। ধারনা করা হয় তার আত্মা এখনও শান্তি পাইনি, কারণ এর বিচার করেনি কেও)
একটু পর দুর্গা তার মায়ের কোলে ঘুমিয়ে পরল।
সকালে ঘুম থেকে উঠে তার মার বলল,” একা ঘুমাতে ভয় লাগেনিতাে?”
(২)🧟♂💀
……………ছােট্ট রিয়া একদিন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাে,
– “মা, নানুমণি শুধু রাতের বেলায় আমাদের বাসায় বেড়াতে আসেন কেন?
দিনে আসতে পারেন না?
– “কি বলাে মা! নানুমণি কিভাবে আসবেন? উনিতাে তিনবছর আগে মারা গেছেন।
তাহলে রাতে ঘুম ভেঙে গেলে আমার বিছানার পাশে, যে বুড়াে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি উনি কে?
(৩)🧟♂💀
……………প্রত্যেকদিন রাতের বেলা শুধু একই স্বপ্ন দেখছি, একটা বাচ্চা এসে মেয়ে শুধু কান্নাকাটি করে আর বলে আমি আম্মুর কাছে যাবাে আমাকে নিয়ে যান
তখনই কে জানি ধাক্কা দেয় আর আমার ঘুম ভেংঙে যায় কিন্তু চোখ খুলার পর কাওকে পাইনা।
গত পাঁচ দিন আগে ড্রাইভিং শিখতে গিয়ে একটা বাচ্চা মেয়ের উপর গাড়ি চড়িয়ে দেই এবং মেয়েটির স্পট ডেথ হয়।
(৪)🧟♂💀
…………..ঘুম ভাংতেই নাইম তার বিছানার পাশে এক কাপ চা দেখতে পেল কিছুক্ষন পর ভেবেই তার গাঁ শিউরে উঠল যে সে বাসায় একা থাকে আর চায়ের কাপটি তারই প্রেমিকা জেবার। যার অসাড় দেহটাকে কাল সে কবর দিয়ে এসেছে।
(৫)🧟♂💀
……………লোক: সন্ধ্যার পর এখানে একা একা আর আসবেনা।
আমি: কেন? ওইযে ঐখানে আমার পাশের বাসার নাবিহা আপুও আছে।
লােকটা মোবাইল বের করে আমাকে তার এবং নাবিহা আপুর ঝুলন্ত লাশটা দেখালাে, লাশগুলাে সেই গাছে উপরে ঝুলানাে ছিলাে, যেটার নিচে আমরা এতক্ষন গল্প করছিলাম।