প্রিয়া ব্যার্থহিন স্বপ্ন Love Story

প্রিয়া

আমার নাহ্ বেঁচে থাকার স্বাদ টা মরে গেছে। 😊 জানো খুব ইচ্ছে করছে চলে যাই না ফেরার দেশে। 😊 যেখানে যাওয়ার পর বেশির ভাগ মানুষ হয়তো আপসোস করবে।😊 আমার জন্য 😊 জানো যারা আমায় দূরে ঠেলে দিচ্ছে তারাও বলবে আহ ছেলেটার জন্য খুব খারাপ লাগছে কেনো জানি এমন টা করলো! 🤔 চলে গেলে কি সব সমাধান হয়নি😂 কিন্তু এই মানুষ গুলোই সমাধান করেনি 😔 তারা হয়তো জানবেও না তারা একটু কাছে টেনে নিলে একটা প্রাণ বেঁচে যেতো।🙂

জানো প্রিয়া, তখন হয়তো তুমিও বলবে আমি তো চাইলেই রেখে দিতে পারতাম ।🙂 তখন হয়তো তুমিও বলবে আর একটু বুঝিয়ে বলতে আমায় তাহলে তো হতো। 🙂 ব্যর্থতা আমারই এই তোমাকে যে বুঝাতে পারিনি😔 পারলে হয়তো যে ভাবে স্বপ্ন বুনতাম তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এই ভাবে হয়তো করতাম 😔 স্বপ্নের কথা বলে লাভ আছে স্বপ্নে তো তোমার সাথে সারা জীবনের সংসার সাজিয়ে পেলছি 🥰 বাস্তবে তো এক মুহূর্ত ও হয়নি😔

জানো প্রিয়া,
আমি যখন থাকবো না তখন আমার মায়ের সব চেয়ে বেশি কষ্ট হবে। 😔 আমার ফ্যামিলির সবার কষ্ট হবে। সবাই নিজেদের ওপর দায় নিবে। সবাই তখন বলবে এমন কিছু করবি জানলে কখনোই তোকে বকা দিতামনা।🙂 কেউ বুঝতে পারবেনা আমি কেন চলে গেছি সবার এতো এতো ভালোবাসা পেলে।😔

প্রিয়া, তুমি বলছো না আমি মোহে পড়ে আছি । হয়তো তবে এতটা মোহে পড়ে গেছি তোমার ভালোবাসা ছাড়া অন্য সবার ভালোবাসাই তুচ্ছ লাগে আমার। 🙂 আর লিখতে পারছি না চোখ ঝাপসা হয়ে আসছে 🙂 তুমি হয়তো বলবা এই কান্না টা তো আমার অভ্যাস হয়ে গেছে। 😂 অভ্যাস কি না জানি না তবে তুমি ছাড়া অন্য কারো জন্য খুব সহজে আসেনা।😔

জানি প্রিয়া, এটা পড়ার পর খুব রাগ হবে তোমার আমার ওপর। 😔 তারপর ও লিখছি ….আমি হেরে গেছি 🙂