বাংলাদেশের বিখ্যাত শিল্পি এন্ড্রু কিশোর আর নেই 😢
সেই ছোটবেলা থেকে যখন ছবি দেখতাম
নায়করাজ রাজ্জাক, মান্না সহ সবার প্রিয় নায়ক সালমান শাহ এর অনেক ছবি তেই জুটি বেঁধে গান করতেন কনক চাঁপা মেম এবং এন্ড্রু কিশোর স্যার
শুধু সেখানেই নয় বাংলাদেশি চলচিএের বর্তমান সুপারস্টার শাকিব খানের অনেক ছবি তেও কাজ করা হয় এন্ড্রু কিশোর এর গান….. তার গানের মাধ্যমেই তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন… ❤
যাকে বলা হতো ” প্লেব্যাক সম্রাট “…সেই তিনি
দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।
সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’
১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প,
পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রায় অনেক দিন হাসপাতালে মৃত্যুর সাথে অনেক
অনেক যুদ্ধ করে কিছুদিন বেঁচে ছিলেন তিনি, কিন্তু আজ ঠিক ই হার মানলেন মৃত্যুর কাছে…. 😢
ভালো থাকবেন স্যার… ❤❤❤
RIP- Legend 😢😢