এই সত্য কথাটা আমি কাউকে বলতে পারবো না

ধুর ধুর লোকে যে কি ভাবে মিথ্যা কথা বলে বুঝিনা । আজ সারা রাত গোরোস্থানে শুয়ে ছিলাম । কোন রকমের কিছু দেখি না ।

মনে করছি ভুতটুত কিছু দেখবো । কোন কিছু দেখা হলো না । ভয় ও করছে না । আগে গোরোস্থানে পাশ দিয়ে যেতেও ভয় করতো । বাড়ি থেকে আমাদের এলাকার দোকান এ যেতে একটা কবর স্থান পরতো হাতের বাম পাসে ।

মাঝে মাঝে দোকান এ আড্ডা দিতে দিতে রাত হয়ে যেত । বাড়ি যেতে হবে একা একা । অনেক ভয় করতো তার পর বন্ধু দের সামনে বলতাম না লজ্জা দিবে তাই । পরে আবার আড্ডাে সময় এসব কথা বলে হাসা হাসি করবে ।

তো যখন বন্ধু দের বিদায় দিয়ে আমি ওই কবর স্থানের কাছা কাছি আসতাম ।তখনি জোরে একটা দৌড় দিতাম ।কবর স্থান পার হলেই আস্তে আস্তে বাসায় চলে আসতাম ।আর আজকে কবর স্থানে শুয়ে আছি কোন রকমের ভয় লাগছে না । আজ থেকে কবর স্থানে আমার মনে হয় কোন দিন ভয় লাগবে না ।

কয়েকটা ইদুরের ছোটাছুটি ছাড়া আর কোন শব্দই পেলাম না । অন্ধকার কিচ্ছুই দেখতে পাচ্ছি না । নিজেকেও দেখতে পাচ্ছি না এমন অন্ধকার । ঝি ঝি পোকার ডাক পাখির কিছমিচ কি সুন্দর রাত আহা কতো ভালো লাগছে ।

কবর স্থানে একটা লাইট লাগালে ভালো হতো । উঃ একটা পিপরা কামর দিলো । মন চাচ্ছে হাত দিয়ে কামর এর যায়গাটারে একটু চুলকাই । না থাক এতো সুন্দর করে হাত গুলোকে বাজ করে রেখে দিছে হাত হাতের জাগায় থাকুক ।

পিপরার কামর বেপার না । নরাচরা করা যাবে না । চুপ চাপ সুয়ে থাকি । আমার ঘুম অনেক ভালো লাগে বাসায় যখনি ঘুমাতাম কেউ না কেউ বিরক্ত করবে । আর মা তো সকাল সকাল কানের কাছে এসে ঘেন ঘেন করবে ।

এখন আর সেই রকমের সমস্যা নাই । সান্তিতে ঘুমোনো যাবে । তবে বেচে থাকা কালিন সবাই ভুত নিয়ে কতো কথা বলতো ।

কবর স্থানের কতো ভুতের গল্প বলতো সবিই মিথ্যা ছিল । আমি যদি বাইক এক্সিডেন্ট করে আজকে না মারা যেতাম তা হলে আজকে রাতের অবিগ্গতা আমি পেতাম না ।

কিন্তু এই সত্য কথাটা আমি কাউকে বলতে পারবো না ।