সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার বাইরে হাঁটতে বের হচ্ছি।বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ ছাদে থেকে অরু ডেকে উঠলো
অরুঃইফতি ভাইয়া।ওই ইফতি ভাইয়া।কোথায় যাও??
আমিঃদেখছিস তো হাঁটতে বের হলাম।কিছু বলবি??
অরুঃআমিও যাবো তোমার সাথে??
আমিঃতোর না পরিক্ষা যা পড়তে বস।আসছে হাঁটতে যাবে।এই সাত সকালে ছাদে কি করছিস হুম।
অরুঃতোমাকে দেখার জন্য বসে আছি।নিয়ে যাবা না বড় আম্মু কে ডাকবো??
আমিঃওই এখানে আম্মুকে ডাকার কি হলো??আয় তাড়াতাড়ি?
(অরু ছাদ থেকে নেমে আসলো।আসেন এখন পরিচিত হয়ে নিই,আমি আদনান আহমেদ ইফতি পড়ালেখা শেষ করা বাবা মায়ের একমাত্র ছেলে আর যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার আপন চাচাতো বোন মিশকাতুল জান্নাত অরর্নী আমি সংক্ষেপে অরু ডাকি আর বাকি কাহিনী পরে জানতে পারবেন।অরু নিচে আসলো)
অরুঃআচ্ছা ইফতি ভাইয়া তুমি সকাল সকাল হাঁটতে যাচ্ছো না কি অন্য কোনো মতলব আছে??হুম
আমিঃঅন্য কোনো মতলব মানে??কি বলতে চাইছিস?
অরুঃমানে সকালে সুন্দরী মেয়েরা টিউশনি প্রাইভেট কোচিং এ যাবে তুমি কি তাদেররর???
আমিঃওহহহ এই কথা?আমি দেখলে তোর কি সমস্যা?মনে কর সেটাই দেখতে যাচ্ছি।
অরুঃকি বললা তুমি?শয়তান ফাজিল,লুচু,একটা তে তোমার হয় না।(মারতে মারতে)
আমিঃ(আমি ওকে রাগানোর জন্য বল্লাম)খারাপ কি? আমি একটা কে পটাতে পারলে তুই একটা নতুন ভাবি পাবি।গল্প করার সাথী পাবি,তোর দলের একটা মানুষ পাবি,ভাল হবে না বিষয় টা??
অরুঃযাও তোমার সাথে কথাই বলবো না।তুমি থাকো তোমার সুন্দরী মেয়েদের নিয়ে।
(রাগ করে চলে যাচ্ছিলো।হাত ধরে নিলাম)
আমিঃআমি তোকে আগে বলতে গেছি যে আমি সুন্দরী মেয়ে দেখতে যাচ্ছি?তুই তো বললি?
অরুঃআমি বললাম তাই তুমি ও মেয়ে দেখতে যাবে??
আমিঃপেত্নী তোর মত একটা শয়তানী মেয়ে থাকতে আর কাকে দেখতে যাবো?হুম বল?
অরুঃসত্যি বলছো?আমাকে ছাড়া আর কাউকে দেখতে যাবা না?
আমিঃনা না না।কক্ষনো না কোনো দিন ও না।হয়েছে চল দেরি হয়ে যাচ্ছে এমনি।
অরুঃহুম চলো কিন্তু রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাবা না।ঠিক আছে?
আমিঃহুম একদম ঠিক আছে।
(অরু পড়ে অনার্স 2য় বর্ষে পড়ে।আর ও ছোটো থেকে আমার কাছে পড়ে।
আর।আমাকে সারা দিন জালিয়ে মারে।আমি বাসায় থাকলে তো সে আঠার মত লেগে থাকে আমার পিছনে।আর আমার পিছনে পড়ে আছে সেই ছোটো বেলা থেকেই।
অরুর এরটাই স্বপ্ন সেটা হচ্ছে আমার বউ হওয়া।আর ও এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকা যায়না।
তাই আমিও ভালোবাসি পাগলের মতো অরুকে…..
নেক্সট পর্ব আসছে …………………………………………।।