এটাই মানুষের জীবন এটাই বাস্তবতা

তোমার বয়স যখন ১৮ থেকে ২১ এর মধ্যে থাকবে তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে
তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করবে
তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে।

মাঝেমধ্যে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না । তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে যেমন: হতাশা, একাকীত্ব তোমাকে ছাড়তেই চাইবে না ।


যাদেরকে এই দুনিয়ার তুমি সবচেয়ে ভালো মানুষ বলে জানতে, চিনতে তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে ।
তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে
। তারপর তুমি অনেক কান্না করবে

তুমি এমন কিছু করবে যা করার চিন্তা তুমি কখনো করোই নি। সুইসাইড করার মত ফালতু অার নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসবে ।


Gf/Bf তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি দিনের পর দিন ডিপ্রেশন এর মধ্য দিয়ে যাবে । একই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই যায়।

কোন মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানো সময় তোমার মনে পড়বে ।


আর তুমি কষ্ট পেতে থাকবে, কিন্তু বেশিদিন না। ৬ মাস বা ১ বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে । যেই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে ওই মানুষ গুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে ।

তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে ।


সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তুমি তারপর থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে
জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ নাহলে তুমি পৃথিবীর আসল রুপ চিনতে পারবে না।


তোমাকে হতাশ হলে হবে না।

এটাই মানুষের জীবন এটাই বাস্তবতা

– ইউসুফ রানা ঢালী