দুরুদ নিয়ে ব্যতিক্রম কিছু জানুন। দুরুদ পাঠ করলে আল্লাহ আপনাকে নিয়ে এমন একটি অকল্পনীয় কাজ করেন যেটা আপনি হয়তো জানেননা। আমরা এমন এক রব্বের বান্দা তাঁর প্রতি কোটি কোটি শুকরিয়া ও প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আ’লামিন।
.
আমরা অনেকেই জানি বান্দা যখন ১ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ে তখন আল্লাহ সেই বান্দার প্রতি ১০ বার সালাত বা দুরুদ প্রেরন করেন। কখনোকি ভেবেছেন এই ১০ বার সালাতের মানে কি? কোন রহস্য লুকিয়ে আছে এর মাঝে? এক অসাধারন অনুভূতি আছে! আমরা আমাদের প্রিয় কোন সেলিব্রেটির মুখে নিজেদের প্রশংসা শুনলে কেমন ফিল করবো? আনন্দে আত্মহারা হয়ে যাবো।
.
আপনি জানেন যখন আপনি ১ বার দুরুদ পাঠ করেন তখন আরশে আজিমে কি হয়? তখন স্বয়ং আল্লাহ নিজেই অগনিত ফেরেশতার সামনে আপনার উপর ১০ বার দুরুদ পাঠ করেন। আর বান্দার উপর আল্লাহর সালাওয়াত অর্থাৎ দুরুদ পড়ার একটা অর্থ হলো স্বয়ং আল্লাহ নিজেই আপনার নাম ধরে অগনিত ফেরেশতার মাঝে আপনার প্রশংসা করেন। দুনিয়াতে কেউ প্রশংসা করুক আর না করুক আল্লাহ আপনার নাম ধরে প্রশংসা করবে যদি আপনি ১ বার দুরুদ পাঠ করেন। পাশাপাশি উপর রহমত,বরকত নাযিল হবে, আপনার ১০ টা গুনাহ মাফ করবে, ১০ টা নেকী দান করবেন, জান্নাতে যাওয়ার ১০ টা ধাপ বাড়িয়ে দিবে।
.
আল্লামা মনযূর নু’মানী (রাহিমাহুল্লাহ) মা’আরিফুল হাদীস গ্রন্থে বলেন, দুরুদ বা সালাত শব্দের অর্থ হলো দুআ করা, সম্মানিত করা, প্রশংসা করা, মর্যাদা, সম্মান ও স্নেহ-সোহাগ করা, রহমত বরকত দান করা ইত্যাদি।
.
প্রসিদ্ধ মুফাসসির ও ফকীহ আল্লামা ইবনে আতিয়্যাহ (রাহিমাহুল্লাহ) (৪৮১-৫৪২ হি.) বলেন, আল্লাহর পক্ষ হতে বান্দার প্রতি সালাতের অর্থাৎ দুরুদের অর্থ হলো “বান্দার প্রতি রহমত বর্ষণ, বরকত প্রদান এবং বান্দার উত্তম প্রশংসা প্রচার করা। (আল কাউলুল বাদী: ১৪-১৭)
.
প্রসিদ্ধ তাবেয়ী আবুল আলিয়া (রাহিমাহুল্লাহ) ( মৃত. ৯০ হিজরি) বলেন, বান্দার প্রতি আল্লাহর দুরুদ পড়ার অর্থ হলো “ফেরেশতাদের কাছে বান্দার প্রশংসা করা এবং তাঁকে সম্মানিত করা।” (আল কাউলুল বাদী: ১৪-১৭)
.
স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপর দুরুদ পাঠ করেন, ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করেন, রাসূল নিজেই নিজের উপর দুরুদ পাঠ করতেন। দুরুদ পাঠ করা আল্লাহর সুন্নাহ, ফেরেশতাদের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আপনি কি এই সুন্নাহ থেকে দূরে থাকতে চান?
.
দুরুদ পড়ার সময় এই বিষয়টা উপলব্দি করুন। আল্লাহ আপনার নাম ধরবে। শুধু নামই ধরবেনা বিলিয়ন ট্রিলিয়ন যিলিয়ন ফেরেশতাদের মাঝে প্রশংসা করবে। আপনি যদি আল্লাহর মুখে আপনার নাম ও প্রশংসা বের করতে চান তবে রাসূলের উপর দুরুদ পড়ুন। ভিন্ন এক অনুভূতি পাবেন ইনশা আল্লাহ।
.
[ শায়েখ মিশারি আল খারাজের একটি আরবী লেকচারের অবলম্বনে লিখিত। ইউটিউবে Benefits of Salawat upon Muhammad (PBUH) by Mishary al kharaj লিখে সার্চ দিলে আশাকরি ইংরেজি সাবটাইটেলসহ পাবেন]