প্রশ্নঃ আমি শুনেছি সব মুসলমানরা জান্নাতে যাবে, আর একজন অমুসলমান ভাল কর্ম করলেও সে জাহান্নামে যাবে ৷ আমি এর একটা ব্যাখ্যা চাই ৷
উত্তর: ডা. জাকির নায়েক—
বোন, মুসলিম হল সে যে আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী আমল করে, কুরআন ও হাদীস অনুযায়ী আমল করে, তাকে বলে মুসলিম ৷ এটা সঠিক কথা যে আমলের দিক থেকে যে প্রকৃত মুসলমান সে ইন শা আল্লাহ্ জান্নাতে যাবে ৷ কিন্ত আপনার প্রশ্ন ছিল যারা অমুসলমান, যারা ভাল কর্ম করে তারা কেন জান্নাতে যাবে না?? বোন, জান্নাতে যাওয়ার জন্য ৪টি শর্ত আছে ৷ যখন আমি ক্লাস ১০ পাশ করলাম ৷ আমার পরীক্ষায় ৬ টি বাধ্যতামূলক সাবজেক্ট ছিল ৷ ইংরেজী, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, হিন্দি ৷ ৬ টা সাবজেক্ট,
বাধ্যতামূলক ৷ ৬ টি সাবজেক্টেই পাশ করা বাধ্যতামূলক ৷ একইভাবে মানুষের জান্নাতে যাওয়ার ৪টি শর্ত আছে ৷ এটা উল্লেখ আছে সূরা আসরে ৷ আল্লাহ্ বলেন—
কসম যুগের (সময়ের), নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের।
[সূরা আল আসর ৷ আয়াত: ১-৩]
যেভাবে আমাকে ক্লাস ১০ পাশ করার জন্য ৬ সাবজেক্টে পাশ করা বাধ্যতামূলক ৷ উদাহরণস্বরূপ: যদি আমার গণিত, ইংরেজী, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে ৯৯% নম্বর আসে ৷ ৯৯% , এবং হিন্দিতে শুধু ১০% পাই ৷ পাশ নম্বর হচ্ছে ৪০% ৷ পাশ করার জন্য ৪০ নম্বর প্রয়োজন ৷ যদি ১ টি সাবজেক্টে, হিন্দিতে আমি ১০% নম্বর পাই এবং বাকী ৫ টি সাবজেক্টে ৯৯% নম্বর পাই ৷ আমি কি ক্লাস ১০ পাশ করব নাকি করবো না বোন??? বোন আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি ক্লাস ১০ এ সফলতা পাব নাকি পাব না???
একটি সাবজেক্টে ১০% বাকী ৫টি সাবজেক্টে ৯৯% ৷ আমি কি পাশ করব??? [না….] না, কেন?? কারণে হিন্দিতে আমি ১০ নম্বর পেয়েছি ৷ যদিও ৯৯% মার্কস পেয়েছি বাকী ৫ সাবজেক্টে কিন্ত হিন্দিতে ১০, ফেল!!
একইভাবে জান্নাতে যাওয়ার জন্য সূরা আল আসরের শর্ত মতে ৪ টি জিনিসের প্রয়োজন ৷ ঈমান, নেক আমল যেটা আপনি বলছেন, মানুষকে সঠিক দিকে দাওয়াত দেওয়া, মানুষকে ধৈর্য্যের উপদেশ দেয়া ৷ ৪টি জিনিসের প্রয়োজন ৷ এই ৪টি জিনিসের মধ্যে ১ টি জিনিসও যদি বাদ যায়, বিদ্যমান না থাকে ৷ যদি আপনি একটি জিনিসে ফেল হন আপনি জান্নাতে যেতে পারবেন না ৷ যদি বলেন আপনি ভাল মানুষ, আমলের দিক থেকে আপনি অনেক ভাল ৷ মনে করুন আপনি ৯৯% পেয়েছেন আমলের দিক থেকে ৷ কিন্ত ঈমানের দিক থেকে তো আপনি ফেল ৷ আপনি তো মানেন না আল্লাহ্
এক!! মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর সর্বশেষ নবী ৷ যেটা প্রায় সব ধর্মগ্রন্থেই লেখা আছে ৷ তো আপনি ঈমানের দিক থেকে ফেল ৷ আপনি যতই ভাল কর্ম করুন না কেন, ৯৯% পেলেন, ১০০% পেলেন বাকী তিন সাবজেক্টে ৷ কিন্ত যদি ঈমানের দিক থেকে ফেল হন, তাহলে আপনি জান্নাতে যাবেন না ৷ একইভাবে কোন মুসলমান, যে নামে মুসলমান ৷ ভাল কর্ম করে না ৷ মানুষকে সঠিক পথে দাওয়াত দেয় না ৷ মানুষকে ধৈর্য্যের উপদেশ দেয় না ৷ শুধু নামে মুসলমান মুহাম্মদ, সুলতান, জাকির, আব্দুল্লাহ যে নামই হোক না কেন সে জান্নাতে যাবে না ৷ তার জান্নাতে যাওয়ার জন্য ঈমান, নেক আমল, সঠিক পথে দাওয়াত, ধৈর্য্যের উপদেশ ৪টি জিনিসেরই প্রয়োজন ৷ এজন্যই আপনার আমল যতই ভাল হোক না কেন যদি ঈমান না থাকে যে আল্লাহ্ এক!! আল্লাহ্ ছাড়া কারও ইবাদত করা যাবে না ৷ যদি ঈমান না থাকে যে মুহাম্মদ (সা:) শেষ নবী তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না ৷
আশা করি উত্তর টা পেয়েছেন ৷