প্রথম বারের মতো ভুতের গল্প লেখার চেষ্টা করলাম।গল্পটা আামর কাকার থেকে শুনা
তো মূল গল্পে আসা যাক
দিনটা ছিল আমাবস্যার..!
কাকা ময়মনসিংহে একটা কাজের জন্য যায়। কাজ টা শেষ হতে হতে ১০ঃ৩০টা বেজে যায়। তো কাকা মটর সাইকেল চালিয়ে বাসায় ফিরার জন্য রওনা হয়।একটা কথা বলে রাখা ভালো কাকা মটরসাইকেল খুব স্বাভাবিক গতিতে চালায়। জামালপুর আসতে আসতে ১২টা বেজে যায়।কাকা দোকান থেকে তেল তুলে মধুপুরের জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাতে থাকে….চারপাশে শুধু অন্ধকার… হঠাৎ একটা বাচ্চার কান্না ভেসে আসে। কাকা একটু ঘাবড়ে গেলে। কাকা কীছু না ভেবে গতি বাড়িয়ে দেয়…!কিছু দূর আসার পর গাড়ির সমস্যা দেখা দেয়। কাকা গাড়ি থেকে নেমে দেখতে লাগলো কী সমস্যা… কীন্তু বুঝতে পারলো না।আর কী কাকা গাড়িটা ধরে হাটতে থাকে….কয়েক মিনিট হাটার পর কাকা আবিষ্কার করলো একটা সুন্দরী মেয়ে রাস্তা মধ্যে বসে আছে।কাকা তার কাছে যেতে মেয়ে উঠে হাটতে শুধু করে।কাকা পিছন থেকে ঢাকতে থাকে।কিন্তু মেয়ে ঢাকে সারা না দিয়ে শুধু হাঁটতে থাকে। মেয়েটা হঠাৎ রাস্তা ছেড়ে কবরস্থানের দিকে যেতে লাগলো। কাকা এটা দেখে খুব ঘেমে যায়।মনে মনে হনুমান চালিকা জব করতে থাকে।এমন সময় জঙ্গল শেষ হয়ে যায়।এবং গ্রাম চলে আসে। কিন্তু এর মধ্যে মোটরসাইকেলটাও start নেয়। কাকা মধুপুর চলে আস।সেখানে একটা লোক কাকা কে গাড়ি থামাতে বলে।। সে কাকার কাছে সাহায্য চায়।কাকা ভাবলো একা একা যাবে তাকে সাথে নিলে ক্ষতি কী…!!কীন্তু কাকার জানা ছিল না তার বিপদ এখনো শেষ হয় নাই…কিছু দুর আসার পর হঠাৎ লোকটা ভারি হয়ে য়ায়,আর শুধু নড়াচড়া শুরু করে কাকা ঠিক গাড়ি চালাতে পারছিলো না।কাকা বলে উঠলো ঠিক করে বসেন এক্সিডেন্ট হয়ে যাবে তো। লোকটা হাহা করে হেসে উঠলো আর বলতে থাকলো আমাকে চিনতে পারোস নাই।এটা শুনে কাকা অনেক ভয় পেয়ে যায়….কাকা গাড়ি না থামিয়ে আরো জুড়ে চালাতে থাকে তখন আজান দেওয়া শুরু হয়।লোকটা কে আর খোজে পাওয়া যায় না।কাকা বাসায় এসে সবাইকে ঘটনা টা বলে।সকালে জেঠু একটা তান্ত্রিক কে ঢেকে আর কাকার শরীরটা বন্ধ করে দেয়।
শেষ হয়ে গেলো আমার ভুতের গল্পটা😔😔
[আমি জানি গল্পটা পড়ে অনেকে হাসবেন।কারন আমার অনেক ভুল হয়েছে😔😔😔। আসলে প্রথম বার লেখলাম তো।গুছিয়ে উঠতে পারি নাই..আপনারা ভুল গুলা ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন🙏]
লেখকঃশুভ্র সরকার📔🖋
🌸ধন্যবাদ 🌸
………………………………
আপনার লেখা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের এডমিনগণ আপনার লেখা যাচাই বাঁচাই করে আমাদের ব্লগে মূল পাতাই আপনার লেখাটি প্রকাশ করবেন ।