Alexamaster দিয়ে আপনার ব্লগের এলেক্সা র‍্যাংক কমিয়ে নিন

 

আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার সাইটের এলেক্সা র‍্যাংক কমাবেন alexamaster দিয়ে,

একটি  ব্লগের জন্য খুবই  প্রয়োজন এলেক্সা র‍্যাংক  কম থাকা । তাই এই সাইট দিয়ে আপনি অনেক সহজেই এলেক্সা র‍্যাংক কমাতে পারবেন ,

এলেক্সা র‍্যাংক কি?

প্রতিদিন একটি ওয়েব সাইট গড়ে কতটি ইউনিক ভিজিটর পেলো সেটার উপর ভিত্তি করে এলেক্সা তাকে র‍্যাংক প্রধান করে । র‍্যাংক প্রধান করতে যে ওয়েব সাইটে ভিজিটর সবচেয়ে বেশি  তার এলেক্সা র‍্যাংক হবে অনেক কম । যেমনঃ গুগল, ফেসবক, টুঁইটার, ইউটিউ,  এ সবচেয়ে বেশি ট্রাফিক এই জন্য তাদের র‍্যাংক ১,২,৩,৪, এভাবে ক্রমে ক্রমে এলেক্সা ওয়েব সাইট গুলোকে র‍্যাংক দিয়ে থাকে ।

এলেক্সা র‍্যাংক কেনো গুরুত্তপূর্ণ?

  • সবার ব্লগ তৈরির উদ্দেশ্য এটি থেকে টাকা আয় করা, কিন্তু কিছু কিছু ভালো বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আছে যারা কিনা এলেক্সা র‍্যাংক ১০ লাখের নিচে না হলে সাইট অনুমোদন করবেন না  যেমনঃ Adsterra
  • তাছাড়া এলেক্সা র‍্যাংক কম হলে সাইটের বিশ্বস্ততা বাড়ে ।
  • যারা আপনার সাইট কে দেখবে তারা বুজবে সাইট টি  প্রফেশনাল ।

Alexamaster ওয়েব সাইটটি  কিভাবে কাজ করে প্রথমে আপনাকে বুঝতে হবে ।

আপনার সাইট এ  এলেক্সা টুলবার ইন্সটল করা ট্রাফিক প্রতিদিন কয়টা আসলো ? বড় জোরে ২০ টা কিন্তু আপনি হয়ত জানেন অথবা জানেন না যে ভিজিটরে  এলেক্সা টুলবার  ইন্সটল করা থাকলে আপনার র‍্যাংক কত  দ্রুত কমবে । alexamaster এ রয়েছে অসাধারণ ফিচার
যেমন ঃ আপনি অন্য জনের ওয়েব সাইট সার্ফ করতে হলে আপনাকে অবশ্যই এলেক্সা টুলবার ইন্সটল করতে হবে , এতে আপনি যা ট্রাফিক পেলেন সব এলেক্সা টুলবার থেকে  তাহলে এই রকম ভিজিটর ৫০০ ই  বা কম কি,
দেখবেন র‍্যাংক একদিনেই অনেক কমে যাবে ।

কিভাবে শুরু করবেন?

প্রথমে এই লিংকে গিয়ে সাইন আপ করুন   ।
সাইন আপ হয়ে গেলে লগিন করে ওয়েব সাইট সেকশান থেকে আপনার ওয়েব সাইট এড করুন ।
তার পরে Earn points এ ক্লিক করুন ওইখানে আপনাকে Daily free points ক্লিক অনেক পয়েন্ট ফ্রি দিবে . তারপরে unlimited points এ ক্লিক করে সার্ফ শুরু করেন , এটা যেহেতু অটো সার্ফ তাই আপনাকে কিছুই করতে হবে নাহ চালু করে ঘুম গেলেই হপে ,
তাছাড়া ইউটিউব ভিডিও দেখে , ফেসবুক এ লাইক দিয়ে ও পয়েন্ট ইনকাম করতে পারেন ।

বুজতে সমস্যা হলে আমার সাথে ফেসবুক এ কথা বলতে পারেন – এই লিংক এ 

ভাল থাকবেন সবাই আজকের জন্য বিদায় আমাদের সাথেই থাকুন