আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার সাইটের এলেক্সা র্যাংক কমাবেন alexamaster দিয়ে,
একটি ব্লগের জন্য খুবই প্রয়োজন এলেক্সা র্যাংক কম থাকা । তাই এই সাইট দিয়ে আপনি অনেক সহজেই এলেক্সা র্যাংক কমাতে পারবেন ,
এলেক্সা র্যাংক কি?
প্রতিদিন একটি ওয়েব সাইট গড়ে কতটি ইউনিক ভিজিটর পেলো সেটার উপর ভিত্তি করে এলেক্সা তাকে র্যাংক প্রধান করে । র্যাংক প্রধান করতে যে ওয়েব সাইটে ভিজিটর সবচেয়ে বেশি তার এলেক্সা র্যাংক হবে অনেক কম । যেমনঃ গুগল, ফেসবক, টুঁইটার, ইউটিউ, এ সবচেয়ে বেশি ট্রাফিক এই জন্য তাদের র্যাংক ১,২,৩,৪, এভাবে ক্রমে ক্রমে এলেক্সা ওয়েব সাইট গুলোকে র্যাংক দিয়ে থাকে ।
এলেক্সা র্যাংক কেনো গুরুত্তপূর্ণ?
- সবার ব্লগ তৈরির উদ্দেশ্য এটি থেকে টাকা আয় করা, কিন্তু কিছু কিছু ভালো বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আছে যারা কিনা এলেক্সা র্যাংক ১০ লাখের নিচে না হলে সাইট অনুমোদন করবেন না যেমনঃ Adsterra
- তাছাড়া এলেক্সা র্যাংক কম হলে সাইটের বিশ্বস্ততা বাড়ে ।
- যারা আপনার সাইট কে দেখবে তারা বুজবে সাইট টি প্রফেশনাল ।
Alexamaster ওয়েব সাইটটি কিভাবে কাজ করে প্রথমে আপনাকে বুঝতে হবে ।
কিভাবে শুরু করবেন?
বুজতে সমস্যা হলে আমার সাথে ফেসবুক এ কথা বলতে পারেন – এই লিংক এ