সুগন্ধি ধূপে ঘরের অন্দরেও তৈরি হয় একটি অদ্ভুত সুন্দর মায়াজাল৷ কিন্তু সেই গন্ধের মায়াজালই আপনার শরীরের ক্ষতি করে যাচ্ছে প্রতিদিন৷ আর তার ক্ষতি সিগারেটের ধোঁয়ার থেকেও মারাত্মক এমনটাই দাবি করছেন গবেষকরা৷
একটি গবেষণায় দেখা গিয়েছে, ধূপকাঠির ধোঁয়া সিগারেটের ধোয়ার চাইতে বেশি মিউটাজেনিক, জেনোটক্সিক এবং সাইটোটক্সিক। যার অর্থ হল, ধূপের ধোঁয়া শরীরের কোষে জেনেটিক মিউটেশন ঘটাতে পারে এবং কোষের ডিএনএতে এমন সব পরিবর্তন আনতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক গুণ।
এই গবেষণার তথ্য অনুযায়ী, যাদের ফুসফুসজনিত রোগ রয়েছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ধূপের গন্ধে বেশিক্ষণ না থাকাই ভালো। শুধু তাই নয়, শিশু এবং প্রেগন্যান্ট মহিলাদেরও এই ধোঁয়া থেকে যত সম্ভব দূরে থাকা উচিৎ। যে কোনও ধরণের ধোঁয়াই শিশুদের ফুসফুস গঠনের ওপর খারাপ প্রভাব ফেলে। ধূপকাঠি শুধু নয় রান্নার ধোঁয়াও বিশ্বজুড়ে মানুষের ফুসফুসের বিভিন্ন রোগের জন্য দায়ী।
ধূপকাঠিতে নিকোটিন থাকে না একথা ঠিক৷ কিন্ত কাঠির ওপর বিভিন্ন সুগন্ধি এসেনশিয়াল অয়েল এবং কাঠের গুঁড়োর প্রলেপ দিয়ে তৈরি করা হয় ধূপকাঠি। একে যখন পোড়ানো হয় তখন বাতাসে ছড়িয়ে পড়ে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক কণা। এগুলো নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে গিয়ে তৈরি করে প্রদাহ। লাং ক্যান্সার, শিশুদের লিউকেমিয়া এবং ব্রেইন টিউমারের সঙ্গে ধূপকাঠির সম্পর্ক গবেষণায় দেখা প্রমানিত।