গত কয়েকদিন ভাবছিলাম… বিশ্বাস টা মনের মাঝে… কোন চ্যালেঞ্জ এর মাঝে না…. চ্যালেঞ্জ তখনই করা হয় যখন মনে হতে পারে বিশ্বাসের কোথাও হয়তো একটু ফাঁক আছে। আমি বিশ্বাস করি এই বিশ্বাসই আমাদের সুবুদ্ধি দিবে সকল কাজে। শুধুমাত্র ফ্রান্স বলে না, যখনই কোন কিছু ইসলামের বিরুদ্ধে হবে তখনই আমরা যাতে রুখে দাঁড়াতে পারি।
৬৩ বছর জীবনে জিনি একটি মিথ্যা কথা বললেন নি, তিনি আমার পেয়ারা নবী মুহাম্মদ(স)
যাঁর সম্মান অারশে অাযীমে।।তাঁর সম্মান কমাতে পারবেনা পৃথিবীর কোন জালিমে।। এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০ টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না।রাসূল (সাঃ) এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন। যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দাড়িয়ে এতটুকু বলতে পারেন যে আপনি উনার অপমানে চুপ ছিলেন না। নূন্যতম প্রতিবাদ হলেও করেছেন।প্লিজ ইউস দিস হ্যাশট্যাগ
আজ এই পরিস্থিতিতে যদি প্রতিবাদ না জানাই, বিচারের দিনে কোন মুখে আমার নবীর কাছে শাফায়ৎ কামনা করবো? যার যতোটুকু সাধ্য সে টুকুই চালিয়ে জান,,, ইনশাআল্লাহ,,, ইসলামের জয় হবেই,,,,,