আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা Horor story

এই ঘটনা আমার সাথে ঘটে যাউয়া একটি ঘটনা

রাতের প্রথম সেহেরি খেয়ে এবং মসজিদে ফজরের নামাজ পরে এসে শুয়ে থাকি ৷

আর বলে রাখি গরমের কথা ৷

কি বলব ৷ এই গরমের বিষয়ে কি রকম গরম ধারনা সাবাই জানা আছে ৷

আর বলে রাখি আমার এই রুমে কোন ফেন নাই তার উপর আমি যেই রুমে থাকি ছাদের ঘর ৷ তাই বাদই হয়ে নিচে পাকা পুলিতে শুয়ে থাকি ৷

এবং শুয়ে শুয়ে সোশ্যালব্লগওয়ার্ল্ড এ ভূতের কাহিনী পরছিলাম ৷ তার পর ঘুমের কারনে পরা বাদ দিয়ে দেই পরে মোবাইল অফ করে শুয়ে থাকি ৷ এবং চোঁখ বোঝার কিছুকনের মাঝে বাজে স্প্ন দেখতে থাকি ৷

অনেক বাজে বাজে স্প্ন দেখি ৷ দেখি আকাশ থেকে সাপ পরতেছ এবং সেই সাপ দেখার জন্য আমার এক বোন এবং চাচাত এক ভাই এসে দুয়ারের বাইর থেকে ডাকছে ৷

আর দেখি আমাদের বারির পাশে একটি ব্রিজ আছে এবং সেই ব্রিজ নিছে আমি একটি নৌকার মাঝে আমাকে একবার পানির নিছ দিকে পানির থলে নিয়ে জচছে আবার উপরে দিকে নিয়ে আসতেসে ৷

এবং আমার খুবি ভয় এবং খুবই কস্ট লাগছিলো ৷ তার পরতো শেষে ঘটলো আসল ঘটনা ৷ দেখি আমি ঘুমও থেকে উঠতে পারিনা আর আমিত নিছে পাকা পুলিতে শুয়ে আছি শরিল আমার একদম লারাতে পারছিনা ৷

কোন ভাবেও পারিনা শরিল সরাতেই অনেক সক্তি করি তার পরেও পারিনা শুধূ চেয়ে থাকি ৷ শুনি আমার পাশে একটা টেবিল আছে সেই টেবিলে লামবা করে কি দিয়ে টানছিল ৷

আর আমিত কোন ভাবে উঠতে পারিনা ৷ আমাকে অনেক সক্তো করে যাতা দিয়ে দরে রেখেছে ৷ এবং আমি দেখতে পাই আমার মাথার উপর শকুরের মত মাথা ৷

আমার মাথার উপরে মাথা নারাছে ৷ তখন আমার বুঝার বাকি রইলনা ৷ তার পর শরিরের যা জুর আছে সাতে আল্লা রাসুলের নাম মনের মাঝে জপতে জপতে অনেক সক্তি করার পর উঠলাম ৷ ৷

উঠে দেখি আমার শরিল একদম অবসের মত হয়ে আছে ৷৷

এই লিখাটা একদম সত্য কোন বানানো লিখা না ৷৷

আর এটা কি আমি বুঝলাম না ৷৷৷

………………………………………………………

আপনার লেখা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন  আমাদের এডমিনগণ আপনার লেখা যাচাই বাঁচাই করে আমাদের ব্লগে মূল পাতাই আপনার লেখাটি প্রকাশ করবেন ।

হেড এডমিন এর  ফেসবুক লিংক ।