আংকেল কে বললাম Sexy মানে হলো অসুস্থ !

🥴🥴ভাই হাসি থামান জাবেনা🥴🥴
🙈 Sexy মানে কি ?😂🤣

আমি বাসে বসা, আমার সামনের সিটে,

এক প্রেমিক আর প্রেমিকা বসা!

ছেলেটা মেয়েটাকে বলছে,

অনেক Sexy লাগছে🥰, এতো Sexy লাগছে কেনো?

হঠাৎ আমার পাশে বসা এক আংকেল বলল,

ওই ছেলেটা মেয়েটাকে তখন থেকে Sexy বলছে,

Sexy মানে কি?🤔

আমি পরলাম বিপদে ,🥺

যদি সত্যি কথা বলি আংকেল তাহলে খারাপ ভাববে

কি করি!🤔

আমি আংকেল কে বললাম Sexy মানে হলো অসুস্থ!🥵

একটু পর বাসে বসা এক মহিলা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়লো🥵

তখনি আমার পাশের সেই আংকেল চিল্লাতে চিল্লাতে বলল,

এতো Sexy তাহলে বাসে উঠার কি দরকার!😕

উনাকে বাসে উঠার সময় অনেক Sexy লাগছিলো,🙂

এসব Sexy মহিলারা বাসে উঠবে
তারপর আরো বেশি

Sexy হয়ে অন্য মানুষকে ঝামেলা ফেলবে,😠

তারপর পাবলিকরা আংকেলকে কেলালো,😑

আর আমি তো আগেই পালিয়েছি!🤣

বিঃদ্রঃ পোস্ট পড়ে আবার কেউ Sexy মানে অসুস্থ হয়েন না! 😁😁
ভালো লাগলে পেইজটি সবাই ফলো করবেন