একনজরে নায়করাজ

জন্ম : ১৯৪২ সালের ২৩ জানুয়ারি।
পুরো নাম : আবদুর রাজ্জাক।

বাবা : আকবর হোসেন।

মা : নেসারুন্নেসা।

স্ত্রী : খায়রুন্নেসা (ভালোবেসে নায়করাজ লক্ষ্মী বলে ডাকতেন)।

সন্তান : তিন ছেলে ও দুই মেয়ে (এক মেয়ে মৃত)।

নাতি-নাতনির সংখ্যা : আটজন।

অভিনয়ের শুরু : সপ্তম শ্রেণীতে পড়ার সময়।

অভিনয়ের গুরু : পীযূষ বোস (কলকাতা)।

অভিনয়ে পারিবারিক সমর্থন : শুধু মেজ ভাই আবদুল গফুর।

চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততা : আবদুল জব্বার খানের সঙ্গে ‘উজালা’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে।

নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র : জহির রায়হানের ‘বেহুলা’।

প্রথম নায়িকা : কোহিনূর আক্তার সুচন্দা।

জুটি হিসেবে জনপ্রিয়তা : কবরীর সঙ্গে। প্রথম চলচ্চিত্র সুভাষ দত্তের ‘আবির্ভাব’।

নায়ক হিসেবে অভিনয় : ১৯৯০ সাল পর্যন্ত। নায়ক হিসেবে শেষ চলচ্চিত্র ‘মালামতি’। বিপরীতে নূতন।

চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় : ১৯৯৫ সাল থেকে।

পারিবারিক কষ্ট : বড় মেয়ে শম্পার থ্যালাসেমিয়ায় ১৯৯২ সালের ২ ফেব্রুয়ারি মৃত্যু।

প্রথম প্রযোজিত চলচ্চিত্র : রংবাজ (রাজলক্ষ্মী প্রডাকশন্স), পরিচালক জহিরুল হক। বিপরীতে কবরী।

নায়ক হিসেবে বড় ছেলে বাপ্পারাজের অভিষেক : চাঁপা ডাঙ্গার বউ (নির্দেশনা নায়করাজ রাজ্জাক)।

প্রযোজনায় বিরতি : ২০০০ সালে ‘মরণ নিয়ে খেলা’ চলচ্চিত্রটি নির্মাণের পর ব্যবসায়িক ক্ষতির কারণে।

প্রথম পরিচালিত চলচ্চিত্র : অনন্ত প্রেম (১৯৭৭), বিপরীতে ববিতা।

প্রযোজনায় ফিরে আসা : ২০০৮ সালে ‘আমি বাঁচতে চাই’। নায়ক হিসেবে ছোট ছেলে সম্রাটের অভিষেক।

সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র : আয়না কাহিনী (২০১৪)।

সর্বশেষ অভিনীত চলচ্চিত্র : বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’।

নায়ক হিসেবে যাদের বিপরীতে কাজ করেছেন : সুচন্দা, কবরী, শবনম, শাবানা, নাসিমা খান, সুজাতা, ববিতা, কবিতা, নূতন, অঞ্জনা, কাজরী।