আসছে ৫১২ জিবির আইফোন ৮

আগামী মাসেই প্রযুক্তি প্রেমীদের হাতে উঠবে বহুল প্রতীক্ষিত আইফোন ৮।

দীর্ঘদিন ধরেই ফোনটির আগমন নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সূত্র জানাচ্ছে, আইফোনের এবারের সংস্করণটি হবে এ যাবৎকালের সবচেয়ে দামী ফোন।

জানা যাচ্ছে এর দাম ধরা হবে এক হাজার ডলার।

এবারের সংস্করণটি পাওয়া যাবে তিন ধরনের স্টোরেজে। ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবিতে হাতে উঠবে আইফোন ৮।

আইফোনের নতুন সংস্করণে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান প্রযুক্তির জায়গা থাকবে ফেস রিকগনিশন প্রযুক্তি।

অর্থাৎ ব্যবহারকারীর মুখ দেখার পরই খুলবে আইফোন।

এছাড়া ফোনটিতে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা হবে থ্রিডি সেন্সর সম্পন্ন।

ওয়্যারলেস চার্জিং সুবিধার এ ফোনে থাকছে না হোম বাটন। থাকবে ওএলইডি বেজেল-লেস প্যানেল।

ফোনটির ওয়াটারপ্রুফিং সিস্টেমও হবে আইফোনের অন্য ফোনগুলোর চেয়ে উন্নতমানের।

আইফোনের নতুন সংস্করণের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটি আইফোন ৭ এরও দুটি নতুন সংস্করণ বাজারে আনবে।