আঙ্গুর কি আসলেই টক ???

আঙ্গুর কি আসলেই টক socialblogworld.com

 

জীবনের পেরথম একজনরে দেইখা ক্রাশ খাইসিলাম !তারে গিয়া কইলাম সিট খালি আছে ?

জবাবে সে তার বয়ফ্রেন্ডের ফোন নম্বর ধরায় দিলো !!
বুঝলাম আঙ্গুর ফল টক এরপর বহুকষ্টে একজনের উপর ক্রাশ ফালাইলাম ।
তাহারও একটু একটু আগ্রহ দেখিয়া একপা বাড়িলাম ! ভাগ্যের নিদারুণ রসিকতায় তাহার বিয়ের কার্ড হাতে পড়িল !! আবারও বুঝিলাম আঙ্গুর ফল পাকিলেও টক হয় ।
আবারও জনৈক্য রমনীর প্রেমে একেবারেই পরিলাম! সে বন্ধু আমার ।
ইনিয়ে বিনিয়ে জানতে পারলাম তার সিট টোটাল খালিই আছে ।
যেখানে গোলকিপার নাই সেখানে গোল দেয়ার চিন্তা না করা নেহাত বোকামিই হবে ।
তাই অনেক চিন্তাভাবনা উপন্যাস ছিঃনেমা ঘাটিয়া একখান প্লান বাহির করিলাম ।
তাহারে একদিন ডাকিলাম , কইলাম সে গোলাপ পছন্দ করে কিনা ? সে কহিল করে বুকে ফু দিয়া গোলাপ খানা বাহিরকরিয়া চোখের সামনে নিয়া কইলাম তোর জন্য !!!
– মানে কি ??
: আই লাবিউ
:চোখ বন্ধ কর
: কেন ?
– বলছি না চোখ বন্ধ কর ।
: আচ্ছা করলাম ।
:আমি যতক্ষণ না বলব ততক্ষণ খুলবি না
– ঠিক আছে………………….
বহুক্ষণ অপেক্ষা করিয়া কোন সাড়া শব্দ না পাইয়া একচোখ খুইলা দেখি সামনে পিছনে কেউ নাই !!
ফুল হাতে আমি বেকুব একা দাড়ায় আছি ।
আমার চোখে আঙ্গুরফল ভাসতে লাগলো !!
আচ্ছা আঙ্গুর কি আসলেই টক ???