I am sorry মা

কষ্ট দেই বলে sorry মা socialblogworld.com

 

জীবনের রঙিন স্বপ্ন গুলোতে জড়াতে গিয়ে কখনো বুঝিনি তোমাকে মা,

অসুস্হ শরীর নিয়ে নিজের কষ্ট গুলোকে চাপা দিয়ে আমার পছন্দের খাবার গুলো রান্না করতে মা,

কিন্তু কোন দিন বুঝতে পারিনি তোমার কষ্ট গুলো,” I am sorry মা ”

বন্ধুদের সাথে হাজারো কথা বলতে গিয়ে নিজেকে ব্যাস্ত রাখতাম, কিন্তু তোমার সাথে কথা বলার সময়টুকু পেতামনা মা, বিরক্ত হতাম তোমার কথা গুলো শুনলে, ” I am sorry মা ”

বন্ধুদের ক্ষনিকের ভালবাসার পিছে ছুটে তার পছন্দের খাবার গুলো দিয়ে তাকে সারপ্রাইস দিতে ব্যাস্ত থাকতাম, ভূলে যেতাম তুমি কি খাচ্ছ, কার সাথে খাচ্ছ, কীভাবে খাচ্ছ মা, ” I am sorry মা ”

হাজারো মানুষের ভীড়ে নিজেকে জড়িয়ে রাখতাম, তুমি বাবা বাবা বলে বারবার ডাকতে মা, মানুষ হয়েও তোমার সাথে পশুর মত আচরণ করতাম মা, তোমার আদর- যত্নগুলো অসহ্য লাগত মা, আজ তোমার দু পা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ” I am really sorry মা।