শরীরের অনেক ছোটখাটো পরিবর্তন আমরা উপেক্ষা করে যাই, কিন্তু তার ফল কী হতে পারে, সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। একটি ভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ কয়েকটি উপসর্গকে অবহেলা করলে তার ফলে হতে পারে মারাত্মক। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেই এই পরামর্শগুলি দেওয়া হয়েছে। জেনে নিয়ে সতর্ক হোন—
• দ্রুত ক্লান্ত হয়ে পড়া। রক্তাল্পতা, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, ডিপ্রেসনের লক্ষণ হতে পারে।
• বিনা কারণে হঠাৎ ওজন কমে যাওয়া। এটি ক্যানসারের মতো মারাত্মক রোগের উপসর্গ হতে পারে। উপেক্ষা করবেন না।
• হাতের লেখা বদলে যাওয়া। এটি পার্কিনসন্স ডিজিজ বা স্নায়ুর সমস্যার লক্ষণ হতে পারে।
• বেশি বা কম প্রস্রাব হওয়া ডায়াবেটিস বা প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। ঘন হলুদ রঙের প্রস্রাব হলে লিভারের সমস্যা হতে পারে।
• শরীরের কোনও অংশ ফুলে গেলে রক্তাল্পতা, কিডনি, বা লিভারের সমস্যা হতে পারে। শরীরে জলও জমে থাকতে পারে।
• ঘুমের মধ্যে দাঁত দাঁত লেগে যাওয়া স্ট্রেস বা মানসিক চাপের উপসর্গ হতে পারে। অতিরিক্ত নেশা করা বা পেটে কৃমি জমার কারণেও এমন লক্ষণ দেখা যায়।
• ঘন ঘন পেটের সমস্যা কোলোন বা ওভারিয়ান ক্যানসারের লক্ষণ হতে পারে।
• অতিরিক্ত ঘাম হওয়া হাইপারহাইড্রোসিস রোগের লক্ষণ হতে পারে।
আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..
১টি মন্তব্য
Pingback: bangla health tips