
প্রকৃতির সান্নিধ্য মানুষকে বরাবরই আকর্ষণ করে।
কারো কাছে পাহাড়ের সবুজ মিতালি,
আবার কারো কাছে সাগরের কলতান এক আনন্দময় মুহূর্ত হিসেবে দেখা দেয়।
জীবনের ব্যস্তময় সময় থেকে ছুটি নিয়ে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলার এ যেন এক সুবর্ণ সুযোগ ।
তাই মানুষ সেই আদিকাল থেকেই প্রকৃতির নিবিড় ভালবাসার টানে ছুটে আসে বারবার ।
প্রকৃতির সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য কেউ ছুটে যান পাহাড়ের কাছে,
কেউ নদী বা সাগরের কাছে, কেউবা অরণ্যে ।
কিন্তু পাহাড় ও নদীর অপার রূপ যদি একসাথে ধরা দেয় আমাদের সামনে, তাহলে তো কথায় নেই ।
তাই প্রকৃতিপ্রেমীদের কাছে উপত্যকার গুরুত্ব অপরিসীম । পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ সব উপত্যকা ।
এসব উপত্যকার স্বর্গীয় দৃশ্য এককথায় অনবদ্য ।
একদিকে পাহাড় আর সাগরের মিতালি দেখতে এবং তার সাথে কোথাও কোথাও বিশাল বিস্তৃত সবুজ মাঠে ফুটে থাকা বৈচিত্র্যময় ফুল ও ফসলের অপার সৌন্দর্যে অবগাহন করতে সবাই বেড়িয়ে পরে সেসব উপত্যকার খোঁজে ।
পৃথিবী অপূর্ব সুন্দর ।
সৌন্দর্যের বৈচিত্র্য পৃথিবীকে করেছে আকর্ষণীয় ।
মানুষ পৃথিবীর অনবদ্য রূপের স্বাদ পেতে ছুটে যায় দেশ থেকে দেশে ।
কখনো কখনো সেই সৌন্দর্য হয়ে ওঠে বর্ণনাতীত ।
মানুষের চোখ ধাঁধিয়ে যায়,
মন আপ্লুত হয়ে ওঠে ।
অবিশ্বাস্য কিছু প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে ।
কোথাও সমুদ্র তীরে তারার দল নেমে আসে,
কোথাও রক্ত লাল ঝরনা ছুটে যায়,
কোথাও আবার আকাশ ছোঁয় রঙিন আলোর ঝলকানি ।
সুন্দর মুহূর্তগুলো ভিতরে আছে সন্ধ্যাকালীন সূর্য ডোবার আগ মুহূর্তের সৌন্দর্য ।
পৃথিবীতে নানা ধরনের সৌন্দর্য বিদ্যমান ।
কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারব কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো আমরা প্রকৃতি থেকে আপনাআপনি পেয়ে থাকি ।
এসব সৌন্দর্য গুলো আমাদের কে বিমোহিত করে থাকে । আমরা মন থেকে এই সৌন্দর্য গুলো গ্রহন করে থাকি ।
আলহামদুলিল্লাহ
মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজ হাতে আকাশটাকে সাজিয়ে আমাকে প্রকৃতির রুপে বিমোহিত করেছে ।