হারিয়ে গেছ তুমি দু:খ বিলাসী কবি

 

ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা
হয়তবা আর কিছু ক্ষনের মধ্যে নেমে আসবে অঝোর ধারায় বৃষ্টি।
কিন্তু আমার মনের আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে সেই কবেই,
যেদিন তুমি জায়গা করে নিলে কাচ বাধানে ঐ ছবিটাতে।
জানো অনন্ত,কাল রাতে না,বৃষ্টি হয়েছে,
আমি একা একা বৃষ্টি পরা দেখেছি,শুনেছি বৃষ্টি পরার টুপটাপ শব্দ।
অনেক ইচ্ছে হয়েছিল বৃষ্টিতে ভিজব,
কিন্তু সে ইচ্ছে পূরনতা পায়নি, তুমি ছিলে না বলে।
তোমার মনে পরে অনন্ত,এইতো ক’দিন আগে তুমি আর আমি বৃষ্টি পরা দেখেছি, শুনেছি বৃষ্টি পরার টুপটাপ শব্দ আর ভিজেছি বৃষ্টিতে।

জানো অনন্ত,কাল রাতে না মায়াবি জোস্না ছরিয়েছিল।
গোটা পৃথিবি পান করেছিল সে জোস্নার অমৃত রসকে শুধু আমি পান
করতে পারিনি তুমি ছিলেনা বলে।
বারির উঠানে পাতানো গোলাপের গাছটা অনেক বর হয়ে গেছে।
অনেক ফুল ফোটে।
তোমার মনে পরে অনন্ত, একদিন একটি গোলাপ চুরি করে এনে আমার
খোপায় গেথে দিয়েছেলে।
অথচ আজ দেখো কত গোলাপ ফোটে আবার সেখানেই ঝরে পরে,
কিন্তু খোপায় গাথা হয়ে ওঠেনা।

জানো অনন্ত,কালকে না আমি সান বাধানো সেই পুকুর পারে কিছু সময়ে জন্য
বসেছিলাম।যেখানে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল।
পুকুর পারের সেই কৃষ্ণনচূরার গাছে আজও অনেক ফুল ফোটে,
আবার সেই ফুল ঝরে পরে পুকুরের পানিতে।
সেই পুকুর পার, সেই কৃষ্ণচূরার গাছ
সবি একই আছে শুধু বদলে গেছে সময়টা আর
হারিয়ে গেছ তুমি।

_দু:খ বিলাসী কবি