SSL (সিকিউর সকেট লেয়ার) সার্টিফিকেট হচ্ছে আপনার ওয়েবসাইটের নিরাপত্তার জন্যে ব্যাবহার করা হয়। যেই ওয়েবসাইটে SSL সার্টিফিকেট থাকে সেই ওয়েবসাইট থেকে কোন তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থেকে না। eCommerce ওয়েবসাইটের জন্যে SSL সার্টিফিকেট জরুরি। বর্তমানে Google সার্চ আপানার ওয়েবসাইট উপরে উঠে আসবে যদি আপনার ওয়েবসাইটে SSL সার্টিফিকেট একটিভ থাকে।
SSL সার্টিফিকেট ব্যাবহার না করলে আপনার কিংবা ওয়েবসাইটের ভিজিটরের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। সুতরাং ওয়েবসাইটের ভিজিটরদের তথ্যের গোপনীয়তার জন্যে SSL সার্টিফিকেট খুব ই জরুরি। SSL সার্টিফিকেট একটিভ করলে আপনি আপনার ওয়েবসাইটের এড্রেসে HTTP// এর পরিবর্তে HTTPS// dekhte পাবেন।
SSL (সিকিউর সকেট লেয়ার) সার্টিফিকেট সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে এনক্রিপ্টটেড কানেকশন তৈরি করে, যার ফলে ইউজারের সকল তথ্য শুধু মাত্র সার্ভার এবং ওয়েবসাইটর ভিজিটর এর মধ্যে সীমাবদ্ধ থাকে। উধারন হিসাবে বলা যায়, আপনার প্রেমের চিঠি একটা নরমাল কাগজে লিখে কারো হাতে দিলেন প্রিয়জনের হাতে পৌছিয়ে দেওয়ার জন্যে। সেইটা সে পথে যেয়ে পড়ে ফেলতে পারে, বা যদি সে অন্য আরেকজনের হাতে দেয় সে ও পড়ে ফেলতে পারে। কিন্তু আপনি যদি চিঠিটা একটা স্টিল বক্স এ লক করে পাঠান, সেইটার চাবি ২ টা, যার একটা আপনার হাতে আর অন্যটা আপনার প্রিয়জনের হাতে। বিষটা যদি এমন হয় তাহলে যত হাত ঘুরেই চিঠি তার হাতে যাক, সে ছাড়া কেউই পোড়তে পারবে না।
SSL (সিকিউর সকেট লেয়ার) সার্টিফিকেট ঠিক এই কাজটাই করে।