ফোন দিয়ে বাজিমাৎ আর ব্যবহারকারীদের মন কাড়া নোকিয়া এবার নিয়ে আসছে নোকিয়া ৮।
লন্ডনে বৃহস্পতিবার এইচএমডি গ্লোবালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এই নোকিয়া ৮ এর উদ্বোধন হবে।
সূত্রের খবর নোকিয়ার এই নতুন স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। থাকছে ৪ জিবি র্যাম। সেইসঙ্গে ইন্টারনাল স্টোরেজ থাকছে ৬৪ জিবির। নোকিয়া ৮-এ থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুযোগ।
ফোনটির ডিসপ্লে ৫.৩ ইঞ্চির ১৪৪০ X ২৫৬০ পিক্সেলের কোয়াড এইচডি। নীল, স্টিল, গোল্ড ব্লু ও গোল্ড কপার এই ৪টি রঙে পাওয়া যাবে নোকিয়া ৮।
এখন পর্যন্ত খবর নোকিয়া ৮-এর দাম রাখা হবে সাড়ে ৩৭ হাজারের কিছু বেশি।