পাগলিটা মা হয়েছে !!

 

পাগলিটাও মা হয়েছে
________তবে বাবা হয়নি কেউ,
পাগলি ভুলে যায়নি ছেড়ে
__________প্রসব ব্যাথার ঢেউ।
পাগলিও যে নারি শরীর
________বয়ে বেড়ায় তার,
ছেড়ে যায়নি মাসিক নামের
__________ব্যাথার অনাচার!
রাস্তায় ঘুরে কাটে দিন আর
___________রাস্তায় কাটে রাত,
পাগলি বলে স্বামি হয়নি
________পায়নি সংসার স্বাদ!
কিভাবে সে মা হয় তবে
________গর্ভে লয় সন্তান?
নাকি আবার জন্ম নিলো
________বেহুলা কারো সন্তান
দশ মাসেতে পাগলি ছিল
_________কত বেদনায়,
পেট বেড়েছে পোঁয়াতি সে
________কিসের তাড়নায়!!
ক্ষুধায় খেল আবর্জনা
________কখনো না খেয়ে,
বাচ্চা পেটে ছোটাছুটি
_______কে দেখেছে চেয়ে!!
বাচ্চা মারে পেটে লাতি
_______মানুষ মারে পিঠে,
হাতুড়িতে আঘাত হানে
___________ফাটল ধরা ইটে!!
ব্যাথায় যদি খুঁকড়েছিল
_________কে দেখে বল কাকে,
হাউ মাউ করে কেঁদেও সে
________পায়নি সাড়া ডাকে!!
সেইতো বুঝে প্রসব ব্যাথা
___________যে হয়েছে মা,
পাগলিটাও মা হয়েছে
________বাপটা কেউনা!!
গাছ ফেটে যে গাছ বেড়োলো
__________কে লুকেছে বীজ.
মেয়ে শরীর পেয়ে রাতে
_________কে ঢেলেছে বিষ??
জন্ম নিল যে শিশুটি
________কাকে ডাকবে বাপ.
অবৈধ বলবে সবাই যারে
________যে সমাজের পাপ!!
পাগলি বলে দমকে বলি
_________এখান থেকে ফুট,
রাতের বেলা পাগলির শরীর
________করে এলাম লুট!!
দশটা মাসে কি খেয়েছে
___________রক্ত গেল কত.
কে দেখেছে দশটি মাসে
________ব্যাথায় ছিল শত!!
কে জানে তার শরীরটাকে
__________আরো কতবার,
চুষে খেয়ে চিবিয়েছে
__________কত জানোয়ার!!
পুরুষ গেল শরীর খেয়ে
__________নিয়ে গেল স্বাদ,
কষ্ট পেয়ে মরলো শুধু
________পাগলি দিন রাত!
রাতের বেলা পাগলীর দেহ
____________ভোগ্য পন্যময়!

আমরা শিহ্মিত জাতি, আমদের বিবেক,
আর মানুষিকতা কোথায় নেমেছে???
কোথায় আমাদের সভ্যতা,
কোথায় আমাদের মনুষ্যত্ববোধ, কোথায় হারিয়ে গেছি আমরা???
এপারের পরেও যে ওপারে একটা জায়গা আছে, একদিন জবাব দিতেই হবে । পরকালে

আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..