এইচ আই ভি এবং এইড্‌স কি?

 

এইচ আই ভি এবং এইড্‌স কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা যে বীজানু মানুষের শরীরে রোগপ্রতিরোধ করার ক্ষমতা কমিয়ে দেয়, তাকে সংক্ষেপে বলা হয় এইচ আই ভি। এর মানে হল শরীরে রোগ জীবানু প্রতিরোধের ক্ষমতা কম। এইচ আই ভি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে খারাপ করে দেয় এবং এর ফলে শরীরে কতকগুলি সংক্রামক রোগ সহজেই প্রবেশ করতে পারে। এইচ আই ভি থাকলেই যে এইড্‌স হবে এমন কোন কথা নেই। এইচ আই ভির দ্বারা শারিরীক প্রতিরোধ ক্ষমতা বেশী খারাপ হয়ে যাওয়ার ফলে একজন ব্যক্তির আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না, এই অবস্থায় পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। এই সময়ে একজন ব্যক্তি যার এইচ আই ভি আছে, তিনি এই জীবানু নিয়েও এইড্‌স হওয়ার আগে, বহু বত্সর সুস্থ জীবন যাপন করতে পারেন। এইড্‌স কি? একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোমের সংক্ষেপ হল এইড্‌স। এইডস হচ্ছে কতকগুলি অসাধারন জীবানুর এবং ক্যান্সারের সংগ্রহ এবং যে সকল ব্যক্তিদের এইচ আই ভি আছে তার এইড্‌স হওয়ার সম্ভাবনা থাকে। একজন ব্যক্তি যার এইড্‌স আছে তিনি যদি উপরোক্ত কোন বিশেষ অসুখে ভোগেন তাহলে বলা হয় যে তার এইড্‌স হয়েছে। অনেকগুলি জীবানু, যে গুলি এই রোগের সৃষ্টি করে, সেগুলি একজন সাধারন ব্যক্তি যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল, তার পক্ষে বিশেষ ক্ষতিকর নয়। তবে যদি কোন ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা খুব খারাপ ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে, তাহলে এই জীবানু গুলি তার শরীরে ভয়ানক রোগের সৃষ্টি করতে পারে এবং এর ফলে মৃত্যুও হতে পারে। আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ,  লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেনআমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..