কিছু সময় এমন হয় আমরা কাউকে হারাতে চাই না কিন্তু তবুও তারা হারিয়ে যায় কেমন করে! হয় সময় গুলা খারাপ যায় না হয় আমরা মানুষ গুলা খারাপ হয়ে যাই। হয়ত সেই খারাপ হবার দলে আমিও একজন…। কিছু সময় এমন হয় আমরা কাউকে কখনো ভুলতে চাইনা তবুও কেমন করে জানি মানুষ গুলার মাঝে আমাদের দূরত্ব বেড়ে যায়। আমরা চাই না তবুও অনেক সময় অনেক কিছুই হয়ে যায়। হয়ত নিজের অজান্তে, না হয় ভুল করে, না হয় রাগের মাথায়। কিন্তু দিন শেষে সেই মানুষ গুলা আমাদের মিস করার তালিকায় সবার শীর্ষে থাকে, সব সময়। . আমরা তাদেরকে মিস করি কিন্তু কখনো বুজতে দেই না, আমরা তাদেরকে অনেক স্মরণ করি কিন্তু তাদের সামনে যাই না, আমরা তাদেরকে ভুলতে পারিনা কিন্তু তা আবার তাদেরকে বলতেও পারিনা। স্পেশাল মানুষদের ভুলে যাওয়া আসলেই সত্যি অনেক কঠিন, না আমরা পারি, না আমরা পেরেছি আর জানি না আমরা পারব………। তবুও আমরা এই অভিনয় করে যাব যে, আমরা ঠিক আছি। . আসলেই কি আমরা ঠিক আছি? না ঠিক নেই। আমরা অহরহ তাদের মিস করে যাই, অহরহ তাদের স্মরণ করে যাই, অহরহ তাদের কথা ভেবে যাই, এবং আজও অহরহ তাদের কে ভুলতে পারিনা। আমরা মানুষ গুলা ছাড়া ভাল নেই, আর জানি এটা সম্বব ও না তাদের ছাড়া ভাল থাকা। কারণ, আমরা তাদের ছাড়া থাকতে পারিনা…………। আর পারবোও না হয়ত কোনোদিন……। তারা আমাদের সব ছিল, এক কথায় সব। এত বেশি সব ছিল তাদের কখনো ভুলা যাবে না। আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..