চ্যাটজিপিটির ওপেনএআই-কে কেনার জন্য ১০০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্ক !

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান জনপ্রিয় এআই কোম্পানি ওপেনএআই-কে কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা।

২০১৫ সালে অল্টম্যান ও মাস্ক একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেন,

তবে ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।

অল্টম্যান বর্তমানে ওপেনএআই-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করছেন, যার ফলে প্রতিষ্ঠানটির মূল নীতি বদলে যাচ্ছে বলে মাস্কের অভিযোগ।

তার মতে, ওপেনএআই মানবতার উপকারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যে প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিল, তা থেকে সরে এসেছে।৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই প্রস্তাব ওপেনএআই-এর বর্তমান বাজারমূল্যে র তুলনায় কম।

২০২৩ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি ১৫৭ বিলিয়ন ডলারে মূল্যায়িত হয়েছিল, আর সর্বশেষ বিনিয়োগ আলোচনায় ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও প্রস্তাবের প্রতিক্রিয়ায় অল্টম্যান মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন,

‘না, ধন্যবাদ।

তবে আপনি চাইলে আমরা ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে পারি।’

সুত্র গুগল