সাকিব বনাম স্টোকস ইতিহাস সেরা বলে কাকে ??

সাকিব বনাম স্টোকস ইতিহাস সেরা বলে কাকে???
চলুন এক নজরে দেখে নিই তাঁদের দুই জনের ওয়ানডে পরিসংখ্যানঃ-
★ওডিআই ক্রিকেটে সাকিবের অভিষেক হয় ২০০৬ সালে, আর বেন স্টোকসের অভিষেক হয় ২০১১ সালে।
★তাহলে ২০১১ সাল থেকেই তাঁদের ব্যাটিং এবং বোলিং পরিসংখ্যান টা দেখে নেয়া যাকঃ-
★প্রথমে আশা যাক তাঁদের ২ জনের ব্যাটিং পরিসংখ্যানেঃ-
সাকিব ২০১১ সাল থেকে ওডিআই ক্রিকেটে ৯৬ ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেন হচ্ছেঃ-
______৩৪৮৯ রান!
★এ সময় সাকিবের ব্যাটিং গড় ছিলঃ-
______৪০.৭৩ ব্যাটিং গড়!
★এ সময় তাঁর সেন্চুরি সংখ্যা হলোঃ-
______৪ টি সেন্চুরি!
★এ সময় তাঁর হাফ-সেন্চুরি সংখ্যা ছিলঃ-
______৩০ টি হাফ-সেন্চুরি!
★এ সময় তাঁর এক ইনিংসে সর্বোচ্চ রান ছিলঃ-
______১২৪* রান নট আউট!

★বেন_স্টোকস ২০১১ সাল থেকে ওডিআই ক্রিকেটে ৮১ টি ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেনঃ-
______২৬৮২ রান!
★এ সময় স্টোকসের ব্যাটিং গড় ছিলঃ-
______৪০.৬৭ ব্যাটিং গড়!
★এ সময় তাঁর সেন্চুরি সংখ্যা ছিলঃ-
______৩ টি সেন্চুরি!
★এ সময় তাঁর হাফ-সেন্চুরি সংখ্যা ছিলঃ-
______২০ টি হাফ-সেন্চুরি!
★এ সময় তাঁর এক ইনিংসে সর্বোচ্চ রান হলোঃ-
______১০২* রান নট আউট!

★এবার দেখে নেয়া যাক ওডিআই ক্রিকেটে তাঁদের দুই জনের বোলিং পরিসংখ্যানঃ-
★২০১১ সাল থেকে সাকিব ওডিআই ক্রিকেটে ১০৪ ইনিংসে বোলিং করে উইকেট নেন হচ্ছেঃ-
______১৩১ টি উইকেট!
★এ সময় তাঁর বোলিং ইকোনোমী ছিল হচ্ছেঃ-
______৪.৭১ ইকোনোমী!
★এ সময় তাঁর বোলিং গড় ছিল হচ্ছেঃ-
______৩১.৬১ বোলিং গড়!
★এ সময় তাঁর বেস্ট বোলিং ফিগার ছিল হচ্ছেঃ-
______২৯ রান খরচায় ৫ উইকেট!

২০১১ সাল থেকে বেন স্টোকস ওডিআই ক্রিকেটে ৯৫ ইনিংসে বোলিং করে উইকেট নিয়েছেনঃ-
______৭০ টি উইকেট!
★এ সময় তাঁর বোলিং ইকোনোমী ছিল হচ্ছেঃ-
______৬.০২ ইকোনোমী!
★এ সময় তাঁর বোলিং গড় ছিল হচ্ছেঃ-
______৪১.৭১ বোলিং গড়!
এ সময় তাঁর বেস্ট বোলিং ফিগার ছিল হচ্ছেঃ-
______৬১ রান খরচায় ৫ উইকেট!

★এ থেকে বোঝা যায় ব্যাটসম্যান হিসেবে সাকিবের ধারে কাছে থাকলেও বোলার হিসেবে সাকিবের ধারে কাছেও নেই বেন স্টোকস।
★সুতরাং বলা যায় যে সাকিবের যোগ্যতা, দক্ষতা এবং পার্ফর্মেন্সের কাছে অবশ্যই হার মানতে হবে বেন স্টোকস কে। কিন্তুু পেস অলরাউন্ডার হিসেবে যে বর্তমানে বেন স্টোকস বিশ্বের সবার সেরা এটা স্বীকার করতেই হবে। আর সব মিলিয়ে চিন্তা করলে বিশ্বের সেরা অলরাউন্ডার অবশ্যই বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।খেলা

সাকিব সেরা ছিল, আছে এবং আশা করি ভবিষ্যতেও সে সেরা হয়েই থাকবে ইনশাহআল্লাহ্।