ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া !!

রক্তের বিনিময়ে অর্জিত যে দেশ, সে দেশের অনেক তরুণদেরই ইচ্ছা থাকে দেশের জন্য কিছু করা। কিন্তু সবার জন্য তা সম্ভব হয়ে উঠেনা, উপযুক্ত সময় ও সুযোগের অভাবে। মূলত এ উদ্দেশ্যেই-
“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”
এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ এর মাঝামাঝি থেকে কিছু মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে “স্বেচ্ছায় রক্তদানের” কাজ শুরু করলেও এ আন্দোলনটিকে সাংগাঠনিক রুপ দেয়া হয় ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর এবং এর  নাম হয় “ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া”।

“ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া” বাংলাদেশের অন্যতম শহর ব্রাহ্মণবাড়িয়াতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

ফেইসবুক পেইজের নাম- Blood for Brahmanbaria

সংগঠনটি শুধুমাত্র ব্লাড ম্যানেজ করে দিয়েই থেমে থাকেনি-
১. ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন;
২. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্লাড এওয়্যারনেস ক্যাম্পেইন এবং রক্তদানে মানুষকে আগ্রহী করে তোলা;
৩. জরুরী রক্তের প্রয়োজন হলে হন্ন্য হয়ে না খোঁজে নিজ পরিবার বা আত্মীয়-স্বজনদের মধ্য হতে ব্যবস্থা করা;
৪. গর্ভবতী মায়েদের জন্য আগে থেকেই দুই জন রক্তদাতা ব্যবস্থা করে রাখার পরামর্শ;
৫. মোবাইল ব্লাড ব্যাংক সম্পর্কে সচেতন করা এবং তার সুবিধা ব্যবহার করা; ইত্যাদি।
কাজ গুলো করে যাচ্ছে “ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া”

এছাড়া প্রতি বছর পহেলা বৈশাখের দিন “এক দিনের বিলাসিতা” নামক ইভেন্টের মাধ্যমে অসহায় ও হত-দরিদ্র মানুষের জন্য খাবার ব্যবস্থা করে থাকে “ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া”।

সংগঠনের শুরুটা হাতেগুনা কয়েক জন মানুষের হাত ধরে গড়ে উঠলেও আজকে এই সংগঠনের পরিধি বিশাল। সময় এসেছে এবার আপনারও “ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া”এর একটা অংশ হয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যেমে আপনিও হতে পারেন “ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া”এর একজন গর্বিত সদস্য

আপনার যদি রক্ত দরকার হই অথবা রক্ত দিতে চান তাহলে আপনি  আস্তে পাড়েন আমাদের ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক গ্রুপে ……।

রক্ত চেয়ে পোষ্ট করার ক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলা অবশ্যই দিবেন-
১। প্রয়োজনীয় রক্তের গ্রুপ, ব্যাগের পরিমাণ,
২। রোগীর অসুখের নাম,
৩। অপারেশনের তারিখ,
৪। হাসপাতালের নাম [সম্ভব হলে ওয়ার্ড নাম্বার এবং কেবিন নাম্বার]
৫। হাসপাতালে রোগীর পাশে যিনি আছেন উনার মোবাইল নাম্বার।

ধন্যবাদ।
আমরা আশাবাদী, সকল স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের কল্যাণে প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়াতে রক্তের অভাবে কষ্ট করবে না কোন মুমূর্ষু রোগী। নিরাপদ হোক রক্তদান।
হ্যাপি ব্লাড ডোনেটিং

আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” socialblogworld.com ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..

 

১টি মন্তব্য

  1. Pingback: bangla health tips