কনফিউজড বউ

বাসর রাতে বউয়ের ঘোমটা খোলার পর বউ কোনোরকম লজ্জার ভান না করে চোখ বড় বড় করে অবাক হওয়ার মতো করে বললো, ‘আপনিই কি আমার স্বামী?’
বউয়ের এমন প্রশ্ন শুনে বিব্রত হয়ে গেলাম। বিয়ের আগে এই মেয়ের সাথে দশবারের মতো দেখা হয়েছে। আর এখন কিনা আমাকে চিনতে পারছেনা?


আমি বললাম,
‘হ্যা, আমিই তোমার স্বামী’
‘তাহলে তো আপনাকে পা ছুঁয়ে সালাম দিতে হবে। আমি তাহলে সালাম দিই?’
‘আরেহ না না, লাগবেনা’
‘আচ্ছা, এটাকেই কি বাসর ঘর বলে?’
‘সবাই বাসর ঘর বললেও আমার থেকে বাঁশের ঘর মনে হচ্ছে’
‘এখানে তো কোনো বাঁশ দেখছিনা। আমিতো সব ফুল দেখতেছি। আপনি কি সত্যি বাঁশ দেখতেছেন? তার মানেকি আমার চোখে প্রবলেম হলো?’
‘না, তোমার চোখ একদম ঠিক আছে। এখানে সব ফুলই’
‘আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো?’
‘মাথা বলে ডাকো আমাকে, মাথা’
‘ঠিক আছে, তাই ডাকবো’


‘ওহ, আল্লাহ! তুমি আমারে এই কোন প্যারার মধ্যে ফেলে দিলে?’
‘আপনি কি আমার উপর রাগ করতেছেন?’
‘না না, রাগ করবো কেন? রাগ করার মতো তুমি কি করেছো?’
‘আমি আপনাকে তুমি করে বলি? আর বাবু বলে ডাকি? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ড কে বাবু বলে ডাকে’


‘তোমার যা মন চায় বলো, ডাকো, এখন আমি ঘুমাবো?’
মাঝরাতে বউয়ের ডাকাডাকি তে ঘুম ভেঙ্গে গেল।
‘কি হলো? ঘুম ভেঙ্গে দিলে কেন?’
‘তুমি কি ঘুমাইতেছিলে বাবু?’
‘না, আমি শুয়ে শুয়ে লুডু খেলছিলাম’
‘আসো বাবু, আমরা লুডু খেলবো’
‘তোমার মাথার উপর ডুগডুগি খেলবো, যত্তসব’
আমি আবার পাশে ফিরে ঘুমিয়ে গেলাম। চোখে রোদের আলো আসতেই ঘুম ভেঙ্গে গেল। পাশে দেখি আমার বউ চোখ মেলেই শুয়ে আছে।
‘কি হলো? এখনো শুয়ে আছো কেন?’
‘সকাল কি হয়ে গেছে বাবু?’
‘না, এখনও তো রাত। ইদানিং রাতেই সূর্য উঠে’
‘এটা কি সূর্যের আলো বাবু?’


এই মেয়েতো দেখতেছি আমার জীবনটাই বরবাদ করে দিবে। সবকিছুতেই শুধু কনফিউজড। আমি উঠে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ পর বউ ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুলতেই বললো, ‘বাবু তুমি ওয়াশরুমে কি করতেছো? আমি তোমাকে পুরো ঘরে খুঁজতেছি’
‘আমি ওয়াশরুমে নাচানাচি করতেছি’
‘তুমি কি আমাকে লজ্জা পাও? লুকিয়ে কেন নাচো?’
সেই থেকে শুরু, আমি নাস্তা করার সময় বলবে ‘বাবু, তুমি কি নাস্তা করতেছো?’
আমি টিভি দেখার সময় টিভি টা বন্ধ করে দিয়ে বলবে, ‘বাবু, তুমি কি টিভি দেখতেছো?’
সংবাদ পত্র পড়ার সময় হাত থেকে সংবাদ পত্র টা নিয়ে বলবে, ‘বাবু, তুমি কি পেপার পড়তেছো?’


একদিন সকালে বউ আমাকে জোরে ডাকাডাকি শুরু করে দিয়ে বললো, ‘তোমার মোবাইলে এটা কার পিক? এই কথা বলেই আমার মাথায় প্লাস্টিকের ফুলের টব দিয়ে একটা বাড়ি দিলো। আমার মোবাইল স্ক্রীনে বউয়ের পিকটাই দেখা যাচ্ছিলো। আমি ব্যাথা না পেয়েও অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে রইলাম।
বউ কাঁদো কাঁদো গলায় বলায় শুরু করলো,
‘তুমি কি অজ্ঞান হয়ে গেলে বাবু? কথা বলোনা কেন বাবু? ও বাবু? তুমি কি মারা গেলে নাকি বাবু? বলোনা বাবু? তুমি কি মারা গেলে বাবু?’
“কনফিউজড বউ”

-আরমান