ইউটিউবার স্বপ্ন আর তার ইউটিউব চ্যানেল Mojar Tv Mahsan Swapno !!

 
ইউটিউবার স্বপ্ন আর তার ইউটিউব চ্যানেল নিয়ে লিখেছেন নাজমুল হক ইমন দুই বছর আগেও ইউটিউব সম্পর্কে ভালভাবে আমার কোন ধারণা ছিল না। মনে মনে চাইতাম, এমন কোন মাধ্যম যদি থাকত যেখানে কোন প্রকার মামা খালু ছাড়া স্বপ্নপূরণ করা যায়। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনয় করার। স্কুল ফাঁকি দিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে সেই কমলাপুর থেকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনে কতবার গিয়েছি অভিনয় এর সুযোগ খুঁজতে তার কোন হিসেব নেই। স্কুলে শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে অভিনয় করেছি। তারপর ২০০৫ সালে দিকে অভিনয়ের সেই স্বপ্ন নিয়ে নাট্যজন নামের একটি থিয়েটারে যোগ দেই। মঞ্চে অভিনয় করলেও টিভিতে অভিনয়ের ইচ্ছে প্রকট আকার ধারণ করে। ২০০৮ সালে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক পরিচালিত ৩ মাসের টিভি অভিনয় কর্মশালায় অংশগ্রহণ করেন। ২০০৯ সালের থেকে ২০১৫ সাল পর্যন্ত অভিনয় করার জন্য পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরেন। এর মধ্যে অবশ্য, ধ্র“বতারা, সাতকাহন, ঘাস ফুলের কবি, অল্পস্বল্প গল্প সহ ডজন খানেক নাটক ও প্রাণ, নোকিয়া মোবাইলসহ ৩টি টিভি বিজ্ঞাপনে ছোট খাট চরিত্রে কাজ করেন। মাহসান স্বপ্ন। মজার টিভি ইউটিউব চ্যানেলের সিইও অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর। তিনি তার এই প্ল্যাটফর্মে শর্ট ফিল্ম, প্রাঙ্ক ভিডিও, সামাজিক সচেতনতামূলক ভিডিও তৈরি করেন। মাহসান স্বপ্ন বলেন, জীবনে এত পরিশ্রম করেও যখন ভাল সুযোগ পাচ্ছিলাম না, ঠিক তখনি ইউটিউবার সালমান, ছোট আজাদকে দেখলাম। তখনই প্রথম বুঝলাম ইউটিবার কি? তারপর আমার ফ্যামিলিকে বলি এবং সাথে সাথে মা ক্যামেরাসহ প্রয়োজনীয় সব কিছু কিনে দেন। তবে ফ্যামিলির ফুল সাপোর্ট পেলেও কোন বন্ধুর সাপোর্ট পাইনি, পরে কিছু ছোট ভাইদের নিয়েই কাজ শুরু করা। এভাবেই আজকের মজার টিভি। প্রথমদিকে প্র্যাংক, ছোট-খাট ট্রল ভিডিও বানালেও সেখানেই সীমাবদ্ধ থাকেননি স্বপ্ন। শুরু করলেন নতুন সিগম্যান্ট সেলেব্রেটি আড্ডা। যেখানে তিনি অনলাইনে অতি স্বল্প সময়ে সামাজিক মাধ্যমের খ্যাতিপ্রাপ্ত তারকাদের ব্যঙ্গÍক সাক্ষাৎকার নিতে শুরু করেন। ব্যতিক্রম এসব সাক্ষাৎকারের কনসেপ্ট দর্শকমহলে বেশ সাড়া জাগায়। সামাজিক মাধ্যম ফেসবুকের সাড়া জাগানো হিরো আলমের ইন্টারভিউয়ের পর থেকে চ্যানেলের দর্শকও বাড়তে থাকে অতি দ্রুত। তখনই মাহসান স্বপ্ন হয়ে উঠেন আরও দৃঢ় প্রত্যয়ী। এরপরের ইতিহাস শুধুই পরিশ্রম এবং কঠোর মনোবলের। সকল বাধা পেরিয়ে চালু রেখেছেন তার কাজ। পার্টটাইম জবের পাশাপাশি ভিডিও শ্যুটের কাজ চালিয়ে যাওয়াটা সহজ ছিল না বলে জানান তিনি। ইউটিউবার স্বপ্ন বলেন, ক্যারিয়ার হিসেবে ইউটিউব বা ইউটিউবার হয়ে ওঠা আমাদের দেশের প্রেক্ষাপটে একটি চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ নিয়েই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি ইউটিউবকে। এমনিতেই বাংলাদেশ থেকে ইউটিউবে খুব বেশি আয় করা যায় না, তবুও আমি লেগে আছি, হাল ছাড়িনি। এছাড়া ইউটিউবকে দেশে জনপ্রিয় করতে হলে সকল ইউটিউবারদের এক হয়ে কাজ করতে হবে। সবার মধ্যে বন্ধুত্ব থাকতে হবে এবং সরকারিভাবে দেশের বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াই-ফাই করে দেয়া উচিত। মোবাইল অপারেটরদের ইউটিউব প্যাক ইন্টারনেট সার্ভিস দেয়া উচিত। এছাড়া তিনি আরো বলেন, অন্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো ইউটিউব খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে এটি স্বীকার করতেই হবে অনেকে এখন ইউটিউব দেখছে। আর তাই ইউটিউবে দর্শক বাড়ছে প্রতিদিন। হয়তো টিভি চ্যানেলগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপনের চাপ থাকে, একটি অনুষ্ঠান দেখতে কয়েকবার বিজ্ঞাপন বিরতিতে যেতে হয় সে কারণে দেশে ইউটিউব চ্যানেলগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আমাদের চ্যানেলের কথায় যদি ধরি, তবে বলবো আমরা আমাদের কাজের পরিধি দিনকে দিন বাড়াচ্ছি। যেহেতু ইউটিউবেও দর্শক সংখ্যা কম নয়, তাই ভাল কাজ উপহার দেয়ার চেষ্টা করছি সব সময়।
আমাদের ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে , লাইক , কমেন্ট , শেয়ার , এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ” Health Tips Chandni ” আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু. ধন্যবাদ আমাদের ভিডিও টি দেখার জন্য ..

১টি মন্তব্য

  1. Pingback: bangla health tips